এপ্রিল ১৯৭১, ভারতীয় সীমান্তের কাছে একটি পর্যবেক্ষণ পোস্টে মুক্তি বাহিনীর যোদ্ধারা | ছবি: অ্যান ডি হেনিং মুক্তি বাহিনীর সাথে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে হেনিং বলেছিলেন-“আমি দেখলাম একদল তরুণ মুক্তিযোদ্ধা তাদের অস্থায়ী পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বেরিয়ে আসছে, যার পাশে উড়ছে সবুজ-লাল-সোনালী রঙের পতাকায় সজ্জিত একটি লম্বা বাঁশের খুঁটি। তারা আমাকে প্রশস্ত হাসি দিয়ে স্বাগত জানিয়ে বলল, ‘আপনি এখন স্বাধীন বাংলাদেশে!’”