নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার। ইতোমধ্যে পাঠ্যবই ছাপানোর কাজে অনিয়মের অভিযোগে দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে পাঠ্যবই ছাপানোর কাজে দুর্নীতি এবং জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ উঠে। সোমবার রাতে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, “তানভীরের বিরুদ্ধে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও উপযুক্ত প্রমাণের অভাবে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি।”
শীর্ষ নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড দলের দুই শীর্ষ নেতা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ঘিরে বারবার বিতর্ক তৈরি হয়েছে। মার্চ মাসে সারজিস আলম বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকায় শোডাউন দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
গত ৯ এপ্রিল এই দুই নেতা দুর্নীতি দমন কমিশনে (দুদক) যান। যদিও তারা গণমাধ্যমকে জানান, এটি ব্যক্তিগত কাজের অংশ ছিল। এর আগেও সেনাবাহিনীকে জড়িয়ে তাদের কিছু বক্তব্য বিতর্ক সৃষ্টি করে।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে বলেন, “আমাদের শীর্ষ নেতৃত্বের ভুল হলে, কেন্দ্রীয় নেতারা তাদের প্রশ্ন করতে পারছেন এবং সেই প্রশ্নের জবাবও প্রকাশ্যে দেওয়া হচ্ছে। এটি ইতিবাচক দিক।”
কেন্দ্রীয় কমিটির অসন্তোষ দল গঠনের শুরুতেই শীর্ষ নেতাদের বিলাসী জীবনযাপন, বিতর্কিত কর্মকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য অসন্তোষ প্রকাশ করেছেন। শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
কেন্দ্রীয় কমিটির একজন সদস্য জানান, “আমরা যে পরিবর্তনের রাজনীতির কথা বলি, তা কখনো কখনো শীর্ষ নেতাদের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
নতুন দলের জন্য পুরনো চ্যালেঞ্জ গত ফেব্রুয়ারির শেষের দিকে আত্মপ্রকাশ করা এনসিপি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করে। তবে দলটির কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি, বদলি বাণিজ্য এবং চাঁদাবাজির অভিযোগ শুরু থেকেই উঠছে।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, “নতুন দল হিসেবে এনসিপিকে এখনো পরিণত হতে হবে। তাদের ভুলত্রুটি প্রতিপক্ষের সুবিধা সৃষ্টি করবে। তাই তাদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।”
তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আত্মসমালোচনা করে বলেন, “আমাদের কিছু সীমাবদ্ধতা এবং ভুলত্রুটি রয়েছে। কিন্তু আমরা এগুলো কাটিয়ে উঠতে চাই। আমাদের সমালোচকরা চায় আমরা ভালো করি, আর আমরাও সেই লক্ষ্যেই কাজ করছি।”
তথ্যসূত্র: বিবিসি বাংলা
মন্তব্য করুন