ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

৩০ জুন ১৯৭১: মুক্তিযুদ্ধের উত্তাল দিনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০১:৪৬ পিএম
৩০ জুন ১৯৭১: মুক্তিযুদ্ধের উত্তাল দিনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট

১৯৭১ সালের ৩০ জুন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন দেশি-বিদেশি নানা ঘটনা প্রবাহে মুক্তিযুদ্ধের গতি-প্রকৃতি ও আন্তর্জাতিক সমর্থনের নতুন দিক উন্মোচিত হয়। প্রবাসী বাংলাদেশ সরকারের নেতৃত্ব, ভারতের সমর্থন, পাকিস্তানের দমননীতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা—সব মিলিয়ে দিনটি ছিল ঘটনাবহুল।

মুক্তিযুদ্ধের অগ্রগতি ও নজরুল ইসলামের ভাষণ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এদিন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি স্পষ্ট করে বলেন, “মুক্তিযুদ্ধ এখন মাঝপথে রয়েছে। মুক্তিফৌজের বীর যোদ্ধারা রণাঙ্গনেই ইয়াহিয়ার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জবাব দেবে।” তিনি ইয়াহিয়া খানের শাসনতান্ত্রিক প্রস্তাবকে “সাড়ে সাত কোটি বাঙালির প্রতি নিষ্ঠুর রসিকতা” আখ্যায়িত করে বলেন, “শেষ পাকিস্তানি সৈন্যকে বিতাড়িত না করা পর্যন্ত যুদ্ধ চলবে।”

পাকিস্তানের অভ্যন্তরীণ প্রচারণা ও হাশিমউদ্দিন আহমদের বক্তব্য

ময়মনসিংহে এক জনসভায় পাকিস্তানের সাবেক প্রাদেশিক মন্ত্রী হাশিমউদ্দিন আহমদ ভারতীয় অনুপ্রবেশকারীদের কার্যক্রমকে “পাকিস্তানের জন্য হুমকি” বলে উল্লেখ করেন। তিনি স্থানীয়দের “সতর্ক থাকার” আহ্বান জানান, যা পাকিস্তানি প্রপাগান্ডার অংশ হিসেবে দেখা হয়।

ভারতের অবস্থান: ইন্দিরা গান্ধীর মানবিক আহ্বান

দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কংগ্রেস সেবাদল ক্যাম্পে ভাষণে শরণার্থী সংকটের ওপর জোর দেন। তিনি বলেন, “ভারত দরিদ্র দেশ, কিন্তু আমরা মানবিক কারণে বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দিয়েছি। পরিস্থিতি শান্ত হলেই তারা ফিরে যাবেন।” তিনি বিশ্বসম্প্রদায়কে পাকিস্তানের ওপর চাপ বাড়ানোরও আহ্বান জানান।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

  • যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন নিশ্চিত করে যে, ২৫ মার্চের পর পাকিস্তানকে নতুন কোনো অস্ত্র লাইসেন্স দেওয়া হয়নি, তবে পূর্বে অনুমোদিত অস্ত্র সরবরাহ অব্যাহত রয়েছে।

  • কানাডা: পররাষ্ট্রমন্ত্রী মিচেল শার্প ঘোষণা দেন, “পাকিস্তানে সামরিক রপ্তানি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।” মন্ট্রিল বন্দরে পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’-তে এফ-৮৬ স্যাবর জেটের যন্ত্রাংশ তোলা বাতিল করা হয়।

  • জাতিসংঘ: শরণার্থী হাইকমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান লন্ডনে সাংবাদিকদের বলেন, “৬০ লাখ শরণার্থীর সমস্যা সমাধানে রাজনৈতিক সমঝোতা জরুরি।”

  • যুগোস্লাভিয়া: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং প্রেসিডেন্ট টিটোর সঙ্গে আলোচনায় পাকিস্তানের ওপর চাপ প্রয়োগের অনুরোধ করেন। টিটো সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন।

মুক্তিযোদ্ধাদের অপারেশন

  • রেল যোগাযোগ বিচ্ছিন্ন: মুক্তিবাহিনী নীলমনিগঞ্জ, হালসা ও আলমডাঙ্গায় রেললাইন উড়িয়ে দেয়।

  • হানাদারদের বিরুদ্ধে আক্রমণ: লক্ষ্মীপুরে হাবিলদার মতিনের নেতৃত্বে পাকিস্তানি সেনাদের আক্রমণে কয়েকজন আহত হয়। ফেনীর বন্দুয়ায় ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধ করে।

সাংবাদিক সিডনি শ্যানবার্গের বহিষ্কার

নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক সিডনি শ্যানবার্গকে ঢাকায় প্রবেশের পর “পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার” অভিযোগে বহিষ্কার করা হয়। সামরিক সরকারের দাবি, তিনি “মিথ্যা সংবাদ” প্রচার করছিলেন।

৩০ জুন ১৯৭১-এ মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও সামরিক অগ্রগতির পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন ও পাকিস্তানের বিচ্ছিন্নতা স্পষ্ট হয়। কানাডা ও যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, ভারতের মানবিক ভূমিকা এবং মুক্তিযোদ্ধাদের সক্রিয়তা বাংলাদেশের বিজয়ের পথকে সুদৃঢ় করে।

সূত্র:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (৫ম, ৮ম, ১০ম, ১২শ খণ্ড)

দৈনিক পাকিস্তান, ১ জুলাই ১৯৭১

দৈনিক ইত্তেফাক ও আজাদ, ১-২ জুলাই ১৯৭১

নিউইয়র্ক টাইমস, ১ জুলাই ১৯৭১

আনন্দবাজার পত্রিকা ও যুগান্তর (ভারত), ১-২ জুলাই ১৯৭১

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামুসা গণহত্যা (কালকিনি, মাদারীপুর)

৩০ জুন ১৯৭১: মুক্তিযুদ্ধের উত্তাল দিনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট

সাম্প্রদায়িকতা নিয়ে একটা দেশ কখনোই সভ্য হতে পারে না

২৯ জুন ১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ

২৮ জুন ১৯৭১: ইয়াহিয়ার সামরিক ছত্রচ্ছায়ায় সরকার গঠনের প্রস্তাব ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

২৬ জুন ১৯৭১: মুক্তিযুদ্ধের অগ্রগতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততা

বিদ্রোহ করবেন না? লড়বেন না পরেশ ও বিষ্ণুদের জন্যে?

মব সন্ত্রাস / বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতির সংকট

নারীর সুন্দর পোশাকে মাদক খোঁজা—উপদেষ্টার ‘সমাজবিজ্ঞান’

নারীর প্রতি সহিংসতা ও আমাদের সমাজের বিকৃত চিত্র

১০

সৈয়দপুরে পাঁচ মাড়োয়ারী নারীর জহরব্রত – সতীত্ব রক্ষার মর্মান্তিক আত্মবলিদান

১১

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে নির্মম গণহত্যা

১২

২৫ জুন ১৯৭১: গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

১৩

মোসাদ্দেক থেকে মৌলবাদ: ইরানের ইতিহাস ও বাংলাদেশের ভবিষ্যৎ

১৪

বসুনিয়াপাড়া-বাড়াইপাড়া গণহত্যা: কিশোরগঞ্জের এক কলঙ্কিত অধ্যায়

১৫

২৪ জুন ১৯৭১: মার্কিন অস্ত্র সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

১৬

ধর্মীয় পরিচয়-রাজনীতির বিবর্তন / সাম্প্রদায়িকতা - মৌলবাদ - জঙ্গিবাদ - ‘আমেরিকান’ ইসলামবাদ

১৭

৭২-এর সংবিধান বাতিলের ষড়যন্ত্র: মুখোশ খুলে ফেলো!

১৮

২৩ জুন ১৯৭১: পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ

১৯

২২ জুন ১৯৭১: মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

২০