ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

২৫ জুন ১৯৭১: গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১২:০০ পিএম
ছবি: আনন্দবাজার
ছবি: আনন্দবাজার

১৯৭১ সালের ২৫ জুন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হয়, ভারতীয় নেতৃত্ব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করে এবং মুক্তিবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে সফল অভিযান চালায়।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের আহ্বান

এদিন প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)-এর মহাসচিব টুংকু আবদুল রহমানকে একটি জরুরি তারবার্তা পাঠান। তাতে তিনি বাংলাদেশে চলমান গণহত্যা বন্ধে ওআইসির হস্তক্ষেপ কামনা করেন। নজরুল ইসলাম বলেন, "পাকিস্তানি বাহিনী ধর্মের নামে বাংলাদেশে নারকীয় গণহত্যা চালাচ্ছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, নারীদের ধর্ষণ করছে। ওআইসি যদি ইসলামী নীতিতে বিশ্বাসী হয়, তবে তাদের এই বর্বরতার প্রতিবাদ করা উচিত।"

উল্লেখ্য, এর আগে জেদ্দায় ওআইসির সম্মেলনে পাকিস্তানের "একতা ও সংহতি" রক্ষার পক্ষে সমর্থন দেওয়া হয়েছিল। বাংলাদেশ সরকারের এই আহ্বান ছিল ওআইসির সেই অবস্থানকে চ্যালেঞ্জ করার একটি কূটনৈতিক প্রয়াস।

ভারতের অবস্থান: রাজনৈতিক সমাধানের পথ

দিল্লিতে "পূর্ব বাংলায় চলমান জটিলতা ও সমাধান" শীর্ষক তিন দিনব্যাপী এক আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, "এ মুহূর্তে বাংলাদেশকে স্বীকৃতি দিলে তাৎক্ষণিক লাভ নেই। আমরা পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করছি।" তিনি উল্লেখ করেন, ৬০ লাখ শরণার্থীর ভারতে অবস্থান দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে।

পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং সংসদীয় কমিটিতে সতর্ক করে বলেন, "যদি শিগগির বাংলাদেশের জন্য রাজনৈতিক সমাধান না আসে, ভারতকে কঠোর পদক্ষেপ নিতে হবে।"

যুক্তরাষ্ট্রের ভূমিকা ও বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এদিন পাকিস্তানকে দেওয়া দুটি অস্ত্র সরবরাহের লাইসেন্স বাতিলের ঘোষণা দেয়। তবে এ নিয়ে বিতর্ক তৈরি হয়, কারণ লাইসেন্স দুটি ৩১ মার্চ ও ৬ এপ্রিল মঞ্জুর করা হয়েছিল—যা বাংলাদেশে গণহত্যা শুরুর পরের ঘটনা।

দিল্লিতে বাংলাদেশ মিশনের দ্বিতীয় সচিব কে. এম. শেহাবউদ্দিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন এবং পাকিস্তানকে সামরিক সহায়তা বন্ধের দাবি জানান। একই দিনে ভারতীয় জনসংঘের নেতৃত্বে মার্কিন দূতাবাসের সামনে আরও একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সাহায্য

  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স জাতিসংঘের শরণার্থী হাইকমিশনারকে জানান, শরণার্থীদের জন্য অতিরিক্ত ৭ কোটি ডলার সাহায্য দেওয়া হবে।

  • পূর্ব জার্মানি ৬০ লাখ মার্কিন ডলার মূল্যের সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

  • অস্ট্রিয়া ১ লাখ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

মুক্তিযুদ্ধের মাঠে অগ্রগতি

  • টাঙ্গাইল: কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা নাগরপুর থানায় হামলা চালিয়ে অস্ত্র ও রেডিও সরঞ্জাম লুট করে। পুলিশ বাহিনী আত্মসমর্পণ করে।

  • ময়মনসিংহ: ভালুকায় আফসার বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের ৪৮ ঘণ্টাব্যাপী যুদ্ধে ৯৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়।

  • মৌলভীবাজার: মুক্তিযোদ্ধারা বিয়ানীবাজার থানা সার্কেল অফিসে গ্রেনেড হামলা চালায় এবং সমনবাগ চা বাগানে আক্রমণ করে ১৫ জন রাজাকার ও প্রহরী নিহত হয়।

  • লক্ষ্মীপুর: মুক্তিবাহিনীর আক্রমণে পাকিস্তানিদের বাগবাড়ি ক্যাম্পে হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রচারণা ও বাস্তবতা

পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করে, ভারতে থাকা শরণার্থীদের ফিরিয়ে আনতে ২৩টি অভ্যর্থনা শিবির তৈরি করা হয়েছে। তবে আন্তর্জাতিক সাংবাদিকদের রিপোর্টে দেখা যায়, এসব শিবিরে শরণার্থীদের উপস্থিতি নগণ্য।

বুদ্ধিজীবীদের প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. আর. মল্লিক লক্ষ্ণৌতে এক সমাবেশে বলেন, "পাকিস্তানি বাহিনী শুধু বুদ্ধিজীবী হত্যাই নয়, বাংলাদেশের সম্পদও লুট করছে। বিশ্ববাসীর কাছে আমাদের আহ্বান, এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ান।"

২৫ জুন ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই গতি পায়। আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা, ভারতের সতর্ক কৌশল, এবং মুক্তিবাহিনীর সফল অপারেশন—সব মিলিয়ে এই দিনটি স্বাধীনতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে আছে।

সূত্র

  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (৭ম, ১০ম, ১২শ, ১৩শ খণ্ড)

  • দৈনিক ইত্তেফাক, আজাদ, আনন্দবাজার পত্রিকা (২৬ জুন ১৯৭১)

  • আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন (এপি, ইউনাইটেড প্রেস)

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামুসা গণহত্যা (কালকিনি, মাদারীপুর)

৩০ জুন ১৯৭১: মুক্তিযুদ্ধের উত্তাল দিনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট

সাম্প্রদায়িকতা নিয়ে একটা দেশ কখনোই সভ্য হতে পারে না

২৯ জুন ১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ

২৮ জুন ১৯৭১: ইয়াহিয়ার সামরিক ছত্রচ্ছায়ায় সরকার গঠনের প্রস্তাব ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

২৬ জুন ১৯৭১: মুক্তিযুদ্ধের অগ্রগতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততা

বিদ্রোহ করবেন না? লড়বেন না পরেশ ও বিষ্ণুদের জন্যে?

মব সন্ত্রাস / বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতির সংকট

নারীর সুন্দর পোশাকে মাদক খোঁজা—উপদেষ্টার ‘সমাজবিজ্ঞান’

নারীর প্রতি সহিংসতা ও আমাদের সমাজের বিকৃত চিত্র

১০

সৈয়দপুরে পাঁচ মাড়োয়ারী নারীর জহরব্রত – সতীত্ব রক্ষার মর্মান্তিক আত্মবলিদান

১১

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে নির্মম গণহত্যা

১২

২৫ জুন ১৯৭১: গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

১৩

মোসাদ্দেক থেকে মৌলবাদ: ইরানের ইতিহাস ও বাংলাদেশের ভবিষ্যৎ

১৪

বসুনিয়াপাড়া-বাড়াইপাড়া গণহত্যা: কিশোরগঞ্জের এক কলঙ্কিত অধ্যায়

১৫

২৪ জুন ১৯৭১: মার্কিন অস্ত্র সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

১৬

ধর্মীয় পরিচয়-রাজনীতির বিবর্তন / সাম্প্রদায়িকতা - মৌলবাদ - জঙ্গিবাদ - ‘আমেরিকান’ ইসলামবাদ

১৭

৭২-এর সংবিধান বাতিলের ষড়যন্ত্র: মুখোশ খুলে ফেলো!

১৮

২৩ জুন ১৯৭১: পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ

১৯

২২ জুন ১৯৭১: মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

২০