ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা
শহীদ বুদ্ধিজীবী

প্রমথনাথ পাল

প্রিয়ভূমি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৫:২২ পিএম
প্রমথনাথ পাল

একাত্তরের ২৫ এপ্রিল সকাল ৯টা। পাকিস্তানি সেনারা নওগাঁর রানীনগর উপজেলার ছোট যমুনাতীরবর্তী আতাইকুলা পালপাড়া গ্রামে পৈশাচিক হামলা চালায়। কয়েকটি দলে ভাগ হয়ে পুরো গ্রাম ঘিরে ফেলে তারা। হানাদারেরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন বয়সী নারীদের ওপর চালায় নির্যাতন। এরপর গ্রামের সব পুরুষকে ধরে এনে সুরেশ্বর পালের বাড়ির আঙিনায় জড়ো করে তাঁদের ওপর তারা দিনভর চালায় পাশবিক নির্যাতন। লুটপাট ও বাড়িঘরে আগুন দেয়। শেষ বিকেলে ঘাতক সেনারা ৮০ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করে গুলি চালায়। বাড়ির আঙিনা ভেসে যায় রক্তে। ঘটনাস্থলে ৫২ জন মারা যান। তাঁদের মধ্যে ছিলেন চিকিৎসক প্রমথনাথ পাল।

মুক্তিযুদ্ধকালে শহীদ প্রমথনাথ অনন্য ভূমিকা পালন করেন। গ্রামের পাশের কুজাইল বাজারে ছিল তাঁর চেম্বার ও ওষুধের দোকান। বিপদ হতে পারে জেনেও বাড়িতে গোপনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তিনি চিকিৎসা দিতেন। তাঁদের ওষুধপথ্য ও টাকা দিয়ে সাহায্য করতেন। রাজাকারেরা এসব তথ্য তাদের প্রভু হানাদার সেনাদের জানিয়ে দেয়।

আতাইকুলা পালপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১৬ সালে প্রমথনাথ পালের জন্ম। বাবা কৃষ্ণ চন্দ্র পাল ও মা মেনুকা সুন্দরী। রানীনগরের কাশিমপুর স্কুলে প্রাথমিক ও রানীনগর হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন তিনি। ১৯৩৪ সালে প্রমথনাথ কলকাতা থেকে পল্লিচিকিৎসা কোর্স সম্পন্ন করে নিবন্ধন নেন। এরপর নিজের গ্রামে ফিরে ১৯৩৬ সালে তিনি চিকিৎসকের পেশা শুরু করেন। স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে তিনি শহীদ হন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে তাঁর স্ত্রী ও সন্তানেরা কলকাতায় চলে যান। এখন তাঁরা কেউ বেঁচে নেই।

শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে তথ্য চেয়ে বিজ্ঞাপন ছাপা হলে চিকিৎসক প্রমথনাথ সম্পর্কে তথ্য ও ছবি পাঠান নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ। একুশে পরিষদের প্রকাশিত একাত্তরে নওগাঁর শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মাঠপর্যায়ের গবেষণা গ্রন্থ রক্তঋণ ১৯৭১: নওগাঁ শিরোনামের বইতে শহীদ প্রমথনাথের জীবনী ও মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা উল্লেখ রয়েছে। এরই সূত্রে অনুসন্ধান করা হয়।

১৯৯৮ সালে রানীনগর উপজেলা প্রশাসন ও শহীদ পরিবারের উদ্যোগে আতাইকুলা গণকবরে শহীদ স্মৃতিফলক নির্মাণ করা হয়। সেখানে প্রমথনাথ পালসহ ৫২ শহীদের নাম রয়েছে। প্রতিবছর ২৫ এপ্রিল ওই গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সন্তানসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

প্রথম প্রকাশ: প্রথম আলো

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস: গৌরবের দিনে প্রশ্নের ছায়া

১৫ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ের এক ঘটনাবহুল দিন

পরের নোবেলটি কার? ইউনুস না শফিক?

এই পতাকা কাদের? / কে চেয়েছে এই পতাকা???

এখন আমাদের ত্রাণকর্তা কে? / ইউনুস, ডোভাল না রজার???

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

১০

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

১১

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

১২

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

১৩

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

১৪

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১৫

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১৬

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১৭

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৮

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৯

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

২০