

বাঁ দিকের পতাকাটা আমাদের একাত্তরের পতাকা। এই পতাকা নিয়ে আমরা যুদ্ধ করেছি। জয় বাংলা স্লোগান দিয়েছি। ৩০ লক্ষ প্রাণ দিয়েছে। সাড়ে চার লক্ষ মা-বোন নির্যাতিত হয়েছে এই পতাকার জন্য। এই পতাকায় যে মানচিত্র, সেটাই আমাদের প্রিয় মাতৃভূমি – আমার সোনার বাংলা। সারা বিশ্বকে জানানোর জন্যই মুক্তিযুদ্ধের সময় পতাকায় এই মানচিত্র ব্যবহার করেছি। এই ভূখণ্ডের মানুষই সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছিল আওয়ামী লীগকে। কিন্তু যুদ্ধ হয়েছে জনযুদ্ধ – এই মানচিত্র অর্জনের জন্য।
শান্তির নোবেলজয়ী ইউনুস ক্ষমতা গ্রহণের আগেই হুঙ্কার ছাড়লেন – ভারতের সাত রাজ্য, মানভূম, মানিপুর, কলকাতা সর্বত্র অস্থিতিশীল করে তুলবেন। কথায় কথায় বলা শুরু করলেন, “আমরা যুদ্ধাবস্থায় আছি”, “যুদ্ধের প্রস্তুতি নাও”।
কার সাথে যুদ্ধ? আমরা জানি আমেরিকা-উনি যুদ্ধবাজ। কিন্তু বাংলাদেশে এসে উনি কার সাথে যুদ্ধ করবেন? উনি বড় মাঠের খেলোয়াড়, এত ছোট মাঠে তাঁর খেলা হবে না। তাই শুরু করলেন তেড়জোড়। পাকিস্তান, তুরস্ক আর তাবৎ জঙ্গীদের নিয়ে একে ফেললেন নতুন মানচিত্র – গ্রেটার বেঙ্গল। নতুন মানচিত্র উপহার দিলেন পাকিস্তানের জেনারেলকে, এমনকি জাতিসংঘ মহাসচিবকেও।
কে চেয়েছে এই গ্রেটার বেঙ্গল? নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যেই কি এই ধরনের জঙ্গী উস্কানী?
বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করেছে, হারিয়েছে, আত্মসমর্পণ করিয়েছে। তারা আর কোনো যুদ্ধ চান না। দেশের কোনো মানুষই যুদ্ধ চায় না। যুদ্ধবাজদের সকল ষড়যন্ত্র ধুলিসাৎ করে দিন।
মন্তব্য করুন