১৯৭১ সালের ২৩ সেপ্টেম্বর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে সংঘটিত হয় ভয়াবহ গণহত্যা। এই নৃশংস ঘটনায় ১২ জন নিরীহ গ্রামবাসী নিহত এবং ২৫-২৬ জন আহত হন।
ঘটনার দিন রামনগর ব্রিজের পূর্বপাড়ে কর্তব্যরত ৬ জন রাজাকারকে মুক্তিযোদ্ধারা কৌশলে দৌলতকান্দিতে নিয়ে যান। সেখানে জনতা তাদের ওপর হামলা চালায়, ফলে ৩ জন রাজাকার নিহত হন। মুক্তিযোদ্ধারা ২ জন রাজাকারকে নারায়ণপুর ক্যাম্পে নিয়ে যান, এবং ১ জন আহত অবস্থায় পাকিস্তানি বাহিনীর ভৈরব ক্যাম্পে পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি সেনারা বেলা ২টার দিকে রামনগর গ্রামে আক্রমণ চালায়। গ্রামে প্রবেশ করে তারা বাড়িঘরে আগুন দেয় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ১২ জন নিরীহ গ্রামবাসী নিহত এবং ২৫-২৬ জন আহত হন।
নিহত গ্রামবাসীদের তালিকা:
আতাউর রহমান ভূঁইয়া (পিতা: হাজী মফিজ উদ্দিন)
মঙ্গল মিয়া (পিতা: আছমত আলী)
লিল মিয়া (পিতা: আব্দুল গফুর)
জুলমত আলী (পিতা: নজুমদ্দিন)
মতলব হোসেন (পিতা: কেরাত আলী)
জহিরুল হক জরু (পিতা: সরাফত আলী)
রুহুল আমিন (পিতা: অহেদ আলী মোল্লা)
কোম্পানী নেছা (স্বামী: ছোরত আলী)
সালেহা খাতুন (স্বামী: কাঞ্চন মিয়া)
খাতুনের নেছা (স্বামী: নেয়াজ আলী প্রধান)
মমিনা বেগম (স্বামী: কাঞ্চন মিয়া)
ধন মিয়া (পিতা: কাঞ্চন মিয়া)
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড [মুহম্মদ ইমাম উদ্দিন]
মন্তব্য করুন