ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

প্রিয়ভূমি প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ এএম
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ এএম
আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

আন্দুলিয়া গণহত্যা ১৯৭১ সালের ২৫ ও ২৬ সেপ্টেম্বর সংঘটিত হয়। ডুমুরিয়া সদর থেকে সড়কপথে প্রায় ১০ কিলোমিটার উত্তরে রঘুনাথপুর ইউনিয়নে অবস্থিত আন্দুলিয়া গ্রামে এই নৃশংসতা ঘটে। মজিদ বাহিনীর সঙ্গে রুদাঘরার রাজাকারদের একাধিক যুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা গ্রামে প্রবেশ করে গণহত্যা চালায়। এতে ১৭ জন নিরীহ গ্রামবাসী নিহত হন। গণহত্যার পাশাপাশি হানাদাররা ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়ে গ্রামটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

পটভূমি ও ঘটনার বিবরণ

সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে রুদাঘরার একটি রাজাকার দল বরুণা গ্রামে লুটপাট চালায়। লুটের মালামাল একটি ট্রাকে ভর্তি করে তারা আন্দুলিয়া গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় মজিদ বাহিনীর একটি সশস্ত্র দল তাদের প্রতিরোধ করে। মজিদ বাহিনীর মুক্তিযোদ্ধারা আন্দুলিয়ার ডা. দুলাল চন্দ্রের বাড়ির ছাদ থেকে রাজাকারদের ট্রাকে বোমা নিক্ষেপ করেন, যাতে ৩ জন রাজাকার নিহত হন।

এই ঘটনার প্রতিশোধ নিতে ২৫ সেপ্টেম্বর পাকিস্তানি সেনারা আন্দুলিয়ায় আক্রমণ চালায়। তারা দৌলতপুর থেকে শাহপুর বাজার হয়ে গাড়িতে গ্রামে প্রবেশ করে। তীব্র বৃষ্টির কারণে কাঁচা ও কর্দমাক্ত রাস্তায় গাড়িগুলো গাজী বাড়ির কাছে মসজিদ সংলগ্ন স্থানে আটকে যায়। এ অবস্থায় গাড়ি থেকে নেমে তারা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ভীত-সন্ত্রস্ত গ্রামবাসীরা দৌড়ে পার্শ্ববর্তী বিলে আশ্রয় নেয়। এদিন পাকসেনারা অমূল্য চৌকিদার ও বিহারীলাল মণ্ডলকে গুলি করে হত্যা করে। এরপর পাকসেনা ও স্থানীয় রাজাকাররা বিভিন্ন বাড়ি থেকে লোকজনকে ডেকে এনে কাদা থেকে গাড়ি তুলার ব্যবস্থা করে।

২৬ সেপ্টেম্বর জামিরা রাজাকার ক্যাম্পের একটি বড় দল অতর্কিতে আন্দুলিয়া গ্রাম আক্রমণ করে। এদিন তারা বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ করে এবং সমস্ত গ্রামকে তছনছ করে দেয়। রাজাকারদের গুলিতে অন্তত ১৫ জন নিরীহ মানুষ নিহত হন।

শহীদ ব্যক্তিদের তালিকা

আন্দুলিয়া গণহত্যায় শহীদ ১৭ জনের নাম জানা গেছে। তারা সকলেই ছিলেন আন্দুলিয়া গ্রামের অধিবাসী। শহীদেরা হলেন:

  • - অমূল্য চৌকিদার
  • - বিহারীলাল মণ্ডল
  • - ইসহাক আকুঞ্জি (পিতা: রহিম বখশ আকুঞ্জি)
  • - সদুলাহ আকুঞ্জি
  • - আজিজ আকুঞ্জি
  • - সলেমান আকুঞ্জি
  • - আসেফ আলী আকুঞ্জি
  • - মকছেদ আলী আকুঞ্জি
  • - রাহেন আকুঞ্জি
  • - আনছার আকুঞ্জি
  • - রহিম বখশ আকুঞ্জি
  • - ঘণ্টা মণ্ডল
  • - জ্ঞান মণ্ডল
  • - রওশন মোড়ল
  • - মালেক গাজী
  • - সুরেন্দ্রনাথ কুণ্ডু
  • - আবদুস সবুর বিশ্বাস

সূত্র

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, ১ম খণ্ড [দিব্যদ্যুতি সরকার]

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১০

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১১

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১২

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৩

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৪

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

১৫

২৩ সেপ্টেম্বর ১৯৭১: বাংলাদেশের মুক্তিসংগ্রামে ভিয়েতনামের সমর্থন

১৬

মামুদপুর গণহত্যা (গোপালপুর, টাঙ্গাইল)

১৭

ত্রিমোহনী গণহত্যা ও বধ্যভূমি, নেত্রকোনা

১৮

২২ সেপ্টেম্বর ১৯৭১: ঢাকায় প্রাদেশিক মন্ত্রিসভার প্রথম বৈঠক

১৯

চিংড়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

২০