ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা
শহীদ বুদ্ধিজীবী

আজিজুল হক

প্রিয়ভূমি ডেস্ক
১৫ মে ২০২৫, ০৫:১২ পিএম
১৫ মে ২০২৫, ০৫:৩০ পিএম
আজিজুল হক

তখনো ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়ায়নি। এলাকার মানুষ ডুবে আছেন ঘুমে। কুখ্যাত রাজাকার কছিম উদ্দীনের তথ্যের ভিত্তিতে ভাটপাড়া ক্যাম্প থেকে পাকিস্তানি হানাদারদের এক বিশাল বাহিনী ঢোকে মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে। হানাদার ঘাতকেরা হামলা করে নুর বকসো মওলার বাড়িতে। তাঁর দুই ছেলে আজিজুল হক ও সাফদার আলীকে পিছমোড়া করে বেঁধে সবার সামনে বেধড়ক পেটাতে থাকে পাকিস্তানি সেনারা। এরপর তারা দুই ভাইকে টেনেহিঁচড়ে ট্রাকে তুলে নিয়ে যায় ভাটপাড়া ক্যাম্পে। সেখানে নির্মম নির্যাতন করে ছোট ভাই সাবদার আলীকে ছেড়ে দিলেও বড় ভাই আজিজুল হকসহ আটজনকে সাহারবাটী গ্রামের টেপুখালী মাঠে নিয়ে গুলি করে হত্যা করা হয়। মাঠের মধ্যেই তাঁদের মরদেহ তিন দিন পড়ে ছিল। পরে গ্রামবাসী দুটি কবরে তাঁদের মরদেহ দাফন করেন। ঘটনাটি একাত্তরের ১৫ অক্টোবরের।

একাত্তরের অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মেহেরপুরের কাজলা তীরবর্তী হিন্দা গ্রামটি হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের দুর্গ এবং মুক্তিকামী জনতার নিরাপদ আশ্রয়স্থল। মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হতো ওই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে। কেবল মেহেরপুরের মুক্তিযোদ্ধারা নন, সমগ্র কুষ্টিয়া এলাকার মুক্তিযোদ্ধারা সেখানে সমবেত হতেন। বিষয়টি অসহ্য হয়ে উঠেছিল স্থানীয় কুখ্যাত রাজাকার কছিম উদ্দীনের কাছে। কছিম গোপনে হানাদার বাহিনীর সঙ্গে যোগাযোগ করে মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন লাগিয়ে তাঁদের হত্যার ষড়যন্ত্র করে।

শহীদ বুদ্ধিজীবীদের তথ্য চেয়ে বিজ্ঞাপন ছাপা হলে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও লেখক মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যপক আবদুল্লাহ আল আমিন শহীদ আজিজুল হক সম্পর্কে একটি তথ্যসমৃদ্ধ লেখা পাঠান। সেই সূত্র ধরে অনুসন্ধান করা হয়।

আগামী প্রকাশনী থেকে প্রকাশিত রফিকুর রশীদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ: মেহেরপুর জেলা, মূর্ধন্য প্রকাশনী থেকে প্রকাশিত ড. মোখলেছুর রহমানের একজন মুক্তিযোদ্ধা বইয়ে এবং মেহেরপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে শহীদ আজিজুল হকের জীবনী ও অবদানের বর্ণনা রয়েছে। ড. মো. আব্দুল হান্নানের লেখা স্বাধীনতাযুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া বইয়েও শহীদ আজিজুল হকের আত্মত্যাগের কথা উল্লেখ করা হয়েছে। শহীদ আজিজুল হকের স্মৃতি রক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সাহারবাটী টেপুখালী মাঠে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

প্রথম প্রকাশ: প্রথম আলো

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস: গৌরবের দিনে প্রশ্নের ছায়া

১৫ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ের এক ঘটনাবহুল দিন

পরের নোবেলটি কার? ইউনুস না শফিক?

এই পতাকা কাদের? / কে চেয়েছে এই পতাকা???

এখন আমাদের ত্রাণকর্তা কে? / ইউনুস, ডোভাল না রজার???

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

১০

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

১১

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

১২

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

১৩

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

১৪

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১৫

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১৬

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১৭

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৮

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৯

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

২০