ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

১৬ জুন ১৯৭১: মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্নে আন্তর্জাতিক সমর্থন ও যুদ্ধের মোড় পরিবর্তন

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৪:২৪ পিএম
ছবি: অমিও চক্রবর্তী
ছবি: অমিও চক্রবর্তী

আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ ইস্যু

১৯৭১ সালের ১৬ জুন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বব্যাপী রাজনৈতিক ও মানবিক সমর্থন জোরালো হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজ্যসভায় ঐতিহাসিক ভাষণে বলেন,

“বাংলাদেশের রাজনৈতিক সমাধান অপরিহার্য, কিন্তু আমরা মুক্তিকামী মানুষের সংগ্রামকে দমনের পক্ষে নই। শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো মানে তাদের বর্বরতার মুখে ঠেলে দেওয়া।”

এদিন আরব বিশ্বের পাঁচটি যুব সংগঠন (সিরিয়া, ইরাক, ইয়েমেন, সুদান, লেবানন) যুক্ত বিবৃতিতে পাকিস্তানের "ইসলামিক দেশ বিপন্ন" এর অপপ্রচারকে প্রত্যাখ্যান করে। তারা বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে আরব জনগণকে সচেতন করার আহ্বান জানায় এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি তোলে।

বৈশ্বিক নেতৃত্বের অবস্থান

  • যুক্তরাষ্ট্র: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং প্রেসিডেন্ট নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী রজার্স-এর সাথে বৈঠকে সতর্ক করেন, "পাকিস্তানের দমননীতি অব্যাহত থাকলে ভারত কঠোর পদক্ষেপ নেবে।"

  • জাতিসংঘ: মহাসচিব উ থান্ট শরণার্থী সংকটকে "বিশ্বের সবচেয়ে জটিল মানবিক বিপর্যয়" আখ্যায়িত করে আফ্রিকান সম্মেলন বাতিল করেন।

  • কানাডা: অস্থায়ী প্রধানমন্ত্রী মিশেল শার্প সংসদে বলেন, "শেখ মুজিবের দলকে ক্ষমতা হস্তান্তরই একমাত্র সমাধান।"

  • ব্রিটেন: কমন্স সভার ১২০ সদস্য জাতিসংঘে পাকিস্তানের নিন্দা resolution পেশ করেন।

গণমাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতিধ্বনি

  • ডেইলি মিরর: সাংবাদিক জন পিলজার-এর "একটি জাতির মৃত্যু" শীর্ষক রিপোর্টে পাকিস্তানি বাহিনীর বর্বরতা বিশ্বদরবারে উন্মোচিত হয়।

  • প্রাভদা: সোভিয়েত ইউনিয়নের মুখপত্র শরণার্থীদের দুর্দশা তুলে ধরে।

  • টাইমস অফ ইন্ডিয়া: তামিলনাড়ুতে বাংলাদেশের পক্ষে গণআন্দোলনের খবর প্রকাশ করে।

ভারতের কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুরেন্দ্রনাথ সিং ঘোষণা দেন, "৬ মন্ত্রী বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে যাবেন।"

  • প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম স্পষ্ট করেন, "সীমান্তে কোনো আক্রমণই unanswered থাকবে না।"

মুক্তিযুদ্ধের মাঠ: গেরিলা আক্রমণের ধারাবাহিকতা

  • চট্টগ্রাম: ক্যাপ্টেন মতিউর রহমান-এর নেতৃত্বে মুক্তিবাহিনীর পাল্টা আক্রমণে ৫০ পাকসেনা নিহত।

  • গোপালগঞ্জ: কোদালধোয়া ঘাঁটিতে ৯ পাকসেনা খতম।

  • কুমিল্লা: রাজাপুর রেলস্টেশনে অ্যামবুশে ৮ সেনা নিহত, অস্ত্রলুট।

  • যশোর: বেনাপোলে হানাদার ঘাঁটি বিধ্বস্ত।

  • ঝালকাঠি: পাকবাহিনী ও স্থানীয় দোসরদের হাতে শতাধিক বাঙালি নিহত।

পাকিস্তানের বিভ্রান্তিকর প্রচারণা

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরী দাবি করেন, "পূর্ব পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক!" অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইয়াহিয়া খান-কে সমর্থন জানিয়ে করাচি আসেন।

তথ্যসূত্র

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (৯ম-১৪শ খণ্ড)

দৈনিক কালান্তর, অমৃতবাজার পত্রিকা, ইত্তেফাক (১৬-১৮ জুন ১৯৭১)

আনন্দবাজার পত্রিকা, যুগান্তর (ভারত, ১৭ জুন ১৯৭১)

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর ১, ২, ৮)

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি: যুক্তরাজ্য – আবদুল মতিন

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ জুলাই ১৯৭১: ইয়াহিয়া খানের প্রস্তাবিত রাজনৈতিক সমাধান প্রত্যাখ্যান

ধামুসা গণহত্যা (কালকিনি, মাদারীপুর)

৩০ জুন ১৯৭১: মুক্তিযুদ্ধের উত্তাল দিনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট

সাম্প্রদায়িকতা নিয়ে একটা দেশ কখনোই সভ্য হতে পারে না

২৯ জুন ১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ

২৮ জুন ১৯৭১: ইয়াহিয়ার সামরিক ছত্রচ্ছায়ায় সরকার গঠনের প্রস্তাব ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

২৬ জুন ১৯৭১: মুক্তিযুদ্ধের অগ্রগতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততা

বিদ্রোহ করবেন না? লড়বেন না পরেশ ও বিষ্ণুদের জন্যে?

মব সন্ত্রাস / বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতির সংকট

নারীর সুন্দর পোশাকে মাদক খোঁজা—উপদেষ্টার ‘সমাজবিজ্ঞান’

১০

নারীর প্রতি সহিংসতা ও আমাদের সমাজের বিকৃত চিত্র

১১

সৈয়দপুরে পাঁচ মাড়োয়ারী নারীর জহরব্রত – সতীত্ব রক্ষার মর্মান্তিক আত্মবলিদান

১২

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে নির্মম গণহত্যা

১৩

২৫ জুন ১৯৭১: গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

১৪

মোসাদ্দেক থেকে মৌলবাদ: ইরানের ইতিহাস ও বাংলাদেশের ভবিষ্যৎ

১৫

বসুনিয়াপাড়া-বাড়াইপাড়া গণহত্যা: কিশোরগঞ্জের এক কলঙ্কিত অধ্যায়

১৬

২৪ জুন ১৯৭১: মার্কিন অস্ত্র সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের অগ্রগতি

১৭

ধর্মীয় পরিচয়-রাজনীতির বিবর্তন / সাম্প্রদায়িকতা - মৌলবাদ - জঙ্গিবাদ - ‘আমেরিকান’ ইসলামবাদ

১৮

৭২-এর সংবিধান বাতিলের ষড়যন্ত্র: মুখোশ খুলে ফেলো!

১৯

২৩ জুন ১৯৭১: পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ

২০