ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

পাতারচর গণহত্যা (মুলাদী, বরিশাল)

প্রিয়ভূমি প্রতিবেদক
২৪ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম
২৪ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম

১৯৭১ সালের ২৪শে জুলাই মুলাদী উপজেলার পাতারচর গ্রামে সংঘটিত হয় এক নৃশংস গণহত্যা। এই হত্যাযজ্ঞে ৩২ জন নিরীহ মানুষ শহীদ হন। মুলাদী উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী পাতারচর গ্রামে অবস্থিত খ্রিস্টান পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

২৪ জুলাই সকালে পাকিস্তানি হানাদার বাহিনী দুটি গানবোটে করে বরিশাল থেকে পাতারচরের চরাঞ্চলে পৌঁছে। স্থানীয় দোসরদের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে তারা পাতারচর, তেরচর, মহিষগুদী গ্রাম এবং খ্রিস্টান পাড়ায় আক্রমণ চালায়। হানাদাররা বাড়ি-ঘরে লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং গণহত্যা চালায়। খ্রিস্টান পাড়ার কয়েকটি বাড়িসহ অনেকগুলো বাড়ি-ঘরে তারা আগুন ধরিয়ে দেয়।

আক্রমণের এক পর্যায়ে হানাদাররা মহিষগুদী চ্যাচরা খালের দক্ষিণ পাশে রমেশ ডাক্তারের বাড়ির নিকট হাসু খা’র বাড়ি, মীরা বাড়ি, ফকির বাড়ি এবং তেরচর সরদার বাড়ি থেকে কয়েকজন গ্রামবাসীকে ধরে এনে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এই গণহত্যার প্রত্যক্ষদর্শী সিরাজ মীর গুলিবিদ্ধ হয়ে আহত হন। শহীদদের লাশ নদীর পাড়ে ফেলে রাখা হলে জোয়ারের পানিতে তা ভেসে যায়।

শহীদদের তালিকা

এই গণহত্যায় খ্রিস্টান পাড়ার পিতা-পুত্র, দুই পরিবারের ৪ সহোদরসহ মোট ৩২ জন শহীদ হন। তাঁদের নাম ও পরিচয় নিম্নরূপ:

  • পাতারচর গ্রাম:

    • হাসেম আলী খান (৬৫), পিতা: কালাই খান

    • মো. তোফায়েল ফকির (৭০), পিতা: আবদুল ফকির

    • ইসহাক ফকির (৬০), পিতা: তোফায়েল ফকির

    • বশির উদ্দীন ফকির (৪০), পিতা: ফজলে আলী ফকির

    • ইউসুফ আলী ফকির (৪৫), পিতা: ছবদের ফকির

    • আবদুল জব্বার সরদার (৩৫), পিতা: করিম উদ্দীন সরদার

    • হাশেম আলী ফকির (৬০), পিতা: ফজলে আলী ফকির

    • হোসেন বেপারী (৪৫), পিতা: ওহাব বেপারী

    • আয়নাল মীর (৬০), পিতা: আর্শেদ আলী মীর

    • আলমগীর হোসেন সরদার, পিতা: কালু সরদার

    • আবদুর রশিদ কবিরাজ (৬০), পিতা: জমির আলী কবিরাজ, গাছুয়া

  • খ্রিস্টান পাড়া:

    • যোগেশ চন্দ্র গাইন (৭০), পিতা: নবীন চন্দ্র গাইন

    • নরেশ চন্দ্র গাইন (৬৫), পিতা: নবীন চন্দ্র গাইন

    • জুনাস চন্দ্র গাইন (৬০), পিতা: নবীন চন্দ্র গাইন

    • বীরেন চন্দ্র গাইন (৪৫), পিতা: যোগেশ চন্দ্র গাইন

    • প্রিয়নাথ গাইন (৫০), পিতা: বেনী মাধব গাইন

    • উপেন্দ্র নাথ গাইন (৪৫), পিতা: বেনী মাধব গাইন

  • তেরচর গ্রাম:

    • আহমেদ হাওলাদার (৪০), পিতা: মফিজ উদ্দিন হাওলাদার

    • মোহন হাওলাদার (৪০), পিতা: ইয়াসিন হাওলাদার

    • মজিদ সরদার (৪০), পিতা: আরশেদ আলী সরদার

    • ফালান মোল্লা, পিতা: সফিজ উদ্দিন মোল্লা

    • কালু মোল্লা (৩৫), পিতা: জোবান আলী মৃধা

    • কাদের মৃধা

  • মহিষগুদী গ্রাম:

    • রশিদ হাওলাদার (৪০), পিতা: কুদ্দুস হাওলাদার

    • মোহাম্মাদ আলী মীর (৩৫), পিতা: দলিল উদ্দীন মীর

    • মোবারক আলী মুন্সী (৪৫), পিতা: নাসির মুন্সি

    • মোশারফ হোসেন মুন্সী (২৫), পিতা: ইসাব আলী মুন্সি

    • আবুল বাশার মুন্সি (১৮), পিতা: ইসাব আলী মুন্সি

    • রাধিকা মোহন দাস (৪০)

    • মেম্বর বেপারী (৭০), পিতা: আবদুল বেপারী

    • বেগম বিবি (৪০), স্বামী: কালু মীর

    • আমান উল্লাহ (৫০), চট্টগ্রাম

স্মৃতিরক্ষা

পাতারচর গণহত্যার শহীদদের স্মরণে পাতারচর প্রাথমিক বিদ্যালয়ে একটি নামফলক স্থাপন করা হয়েছে। এছাড়া তাঁদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, ৫ম খণ্ড

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস: গৌরবের দিনে প্রশ্নের ছায়া

১৫ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ের এক ঘটনাবহুল দিন

পরের নোবেলটি কার? ইউনুস না শফিক?

এই পতাকা কাদের? / কে চেয়েছে এই পতাকা???

এখন আমাদের ত্রাণকর্তা কে? / ইউনুস, ডোভাল না রজার???

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

১০

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

১১

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

১২

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

১৩

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

১৪

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১৫

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১৬

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১৭

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৮

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৯

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

২০