ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

ধামুসা গণহত্যা (কালকিনি, মাদারীপুর)

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০১:৫৪ পিএম
ধামুসা গণহত্যা (কালকিনি, মাদারীপুর)

১৯৭১ সালের ৩০ জুন মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা এক নৃশংস গণহত্যা চালায়। এ হত্যাকাণ্ডে ২৩ জন নিরীহ বাঙালি নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।

ঘটনার বিবরণ

  • স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা ধামুসা গ্রামে ব্যাপক আক্রমণ চালায়।

  • পুরো গ্রামজুড়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়—কোনো নির্দিষ্ট বধ্যভূমি নয়, বরং গ্রামটিকেই তারা রক্তাক্ত করে তোলে।

  • একটি পরিবারের ভাবি (বৌ) ও ননদকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। তাদের ধর্ষণের পর বেয়নেট দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এবং লাশ খালে ফেলে দেওয়া হয়। কয়েক দিন পর ডাসার সৈয়দ আতাহার আলী ডি কে আইডিয়াল কলেজের সামনের খালে তাদের লাশ ভাসতে দেখা যায়।

  • গৌরনদীর বাকাই-কুমারবাড়ি দিয়ে ধামুসায় প্রবেশের পথে মোতাহার মাতুব্বর (ডাসার গ্রাম) ও রফি বয়াতি (পশ্চিম খান্দলি গ্রাম) নামে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

শহীদদের তালিকা

ধামুসা গ্রামের পাশাপাশি ডাসার ও পশ্চিম খান্দলির বাসিন্দারা এ গণহত্যার শিকার হন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:

  • রফি বয়াতি (পিতা: দলিল উদ্দিন বয়াতি, পশ্চিম খান্দলি গ্রাম)
  • মোতাহার মাতুব্বর (পিতা: মোকছেদ আলী মাতুব্বর, ডাসার গ্রাম)
  • নিরঞ্জন গুপ্ত (পিতা: অমর চান গুপ্ত)
  • হরিচরণ গুপ্ত (পিতা: এককড়ি গুপ্ত)
  • কালাচান সরকার (পিতা: গোসাই সরকার)
  • ললিত কুমার গুপ্ত (পিতা: শ্রীচরণ গুপ্ত)
  • কার্তিক চন্দ (পিতা: মদন চন্দ)
  • সদানন্দ বৈদ্য (পিতা: শশী বৈদ্য)
  • রঘুনাথ ঢালী (পিতা: রাম কিশোর ঢালী)
  • ধলু বিশ্বাস (পিতা: সেকেন্দার বিশ্বাস)
  • লালু ঘরামি (পিতা: কালীচরণ ঘরামি)
  • মদন চন্দ (পিতা: চন্দ্রনাথ চন্দ)
  • হেমন্ত বেপারী (পিতা: জীবন বেপারী)
  • সুমতি রানী গুপ্ত (পিতা: জীবন গুপ্ত)
  • বৃহস্পতি গুপ্ত (পিতা: অনন্ত গুপ্ত)
  • রাজেন্দ্রলাল বাড়ৈ
  • কুঞ্জ বিহারী
  • বাবুল
  • গোপাল বিশ্বাস
  • একজন নারী ও তার ননদ (নাম অজানা)
  • আরো দুই অজ্ঞাতনামা ব্যক্তি

স্মৃতির মর্যাদা ও সূত্র

ধামুসা গণহত্যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক করুণ অধ্যায়। স্থানীয়রা আজও এই বর্বরতার স্মৃতি ধরে রেখেছেন। নিহতদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ বা স্মারক না থাকলেও, তাদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় অমলিন।

সূত্র:

  • বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ (৫ম খণ্ড)

  • স্থানীয় সাক্ষাৎকার ও মুক্তিযুদ্ধের দলিলপত্র

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস: গৌরবের দিনে প্রশ্নের ছায়া

১৫ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ের এক ঘটনাবহুল দিন

পরের নোবেলটি কার? ইউনুস না শফিক?

এই পতাকা কাদের? / কে চেয়েছে এই পতাকা???

এখন আমাদের ত্রাণকর্তা কে? / ইউনুস, ডোভাল না রজার???

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

১০

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

১১

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

১২

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

১৩

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

১৪

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১৫

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১৬

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১৭

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৮

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৯

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

২০