ভেনিজুয়েলার বিশ্বশান্তি ও মানবাধিকার পরিষদ (ভেনিজুয়েলান কাউন্সিল ফর ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস) দীর্ঘদিন ধরে বাংলাদেশে সংঘটিত গণহত্যা নিয়ে আলোচনা করে আসছিল। অবশেষে, ২৪ জুলাই ১৯৭১ তারিখে সংস্থার সেক্রেটারি জেনারেল ড. রিকার্ডো মলিনা মার্টি এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের প্রতিক্রিয়াশীল চক্র ও সমরবিদদের দ্বারা ফ্যাসিস্ট পদ্ধতিতে চালানো গণহত্যার তীব্র নিন্দা জানান। কাউন্সিল এই নৃশংসতার শিকারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং সাম্রাজ্যবাদী এই গণহত্যা বন্ধের জন্য জোরালো দাবি জানায়।
অন্যদিকে, সিঙ্গাপুরে আন্তর্জাতিক সমাজকল্যাণ কাউন্সিল (ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার কাউন্সিল) একটি আঞ্চলিক অধিবেশনের আয়োজন করে। এই অধিবেশনে তাইওয়ান, ভিয়েতনাম, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কোরিয়া ও ভারতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অধিবেশনের শেষ দিন, ৭ জুলাই ১৯৭১, কাউন্সিল বাংলাদেশের পক্ষে একটি প্রস্তাব পাস করে। প্রস্তাবে গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং শরণার্থীদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। এছাড়া, শরণার্থীদের সহায়তার জন্য বিভিন্ন দেশ ও সংস্থার প্রতি সাহায্যের আহ্বান জানানো হয়।
সূত্র: দলিলপত্র: খণ্ড ১৩, একাত্তরের বন্ধু যাঁরা - মুনতাসীর মামুন
মন্তব্য করুন