ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের পুনর্বহালের দাবি

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৩:৫৯ পিএম
উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন

দেশের বিভিন্ন উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানরা স্বীয় পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

বুধবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বতন্ত্রভাবে নির্বাচিত ষষ্ঠ উপজেলা পরিষদের অপসারিত জনপ্রতিনিধিবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইজাদুর চৌধুরী মিলন।

ইজাদুর চৌধুরী মিলন লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন স্বতন্ত্রভাবে, নির্দলীয় এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে দলীয় কোনো মনোগ্রাম, মনোনয়ন বা প্রতীক ছিল না। নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা শপথ গ্রহণ করে কার্যক্রম শুরু করেছিলেন।

কিন্তু গত বছরের ১৮ ও ১৯ আগস্ট, স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ১৩ (ঘ) প্রয়োগ করে দেশের ৪৯৫টি উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়।

অপসারণের ফলে উপজেলা পরিষদে জনপ্রতিনিধি না থাকায় গ্রামীণ জনগোষ্ঠীর নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। অপসারণের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, যা সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন বক্তারা।

স্থানীয় সরকার উপজেলা পরিষদ আইন ব্যতিরেকে একটি অধ্যাদেশের মাধ্যমে জনপ্রতিনিধিদের অব্যাহতি প্রদান স্থানীয় সরকারের মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে ইজাদুর চৌধুরী মিলন বলেন, বিগত সরকারের আমলে দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বহাল তবিয়তে আছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শপথ গ্রহণ করে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ করা হয়েছে। এসব উদাহরণ তুলে ধরে তিনি প্রশ্ন করেন, এগুলো বৈষম্য নয় কি?

তিনি দাবি করেন, তারা ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচিত জনপ্রতিনিধি, আর এটাই তাদের অপরাধ নয়, বরং তাদের অর্জন। আওয়ামী লীগের স্বৈরাচারী নীতি এবং কথিত আইনশৃঙ্খলা বাহিনীর ভীতি উপেক্ষা করে ভোটের মাঠে স্বতন্ত্রভাবে জয়লাভ করেছেন।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও যদি উপজেলা নির্বাচন হয়, তাহলেও তারা পুনরায় নির্বাচিত হবেন। উপজেলা জনপ্রতিনিধিদের অব্যাহতি প্রদান অবিলম্বে বাতিল করে স্বপদে পুনর্বহাল করার জোর দাবি জানান তিনি।

কক্সবাজার জেলার রামু উপজেলার অপসারিত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ সিকদার বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছিলাম। মানুষের সেবা করার জন্য আমরা উপজেলা পরিষদের চেয়ারে বসেছিলাম। কিন্তু এক মিনিটের মধ্যেই আমাদের অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, জনগণ আমাকে প্রতিদিন ফোন দেন। কিন্তু তারা তো জানেন না যে, আমাদের অপসারণ করা হয়েছে। জনগণের স্বার্থেই আমাদের স্বীয় পদে বহাল করুন।

তদন্ত ছাড়াই অপসারণের অভিযোগ দিনাজপুরের চিরির বন্দর উপজেলা পরিষদের অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু বলেন, মানুষের ভোটে আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছিলাম। কিন্তু কোনো ধরনের তদন্ত ছাড়াই আমাদেরকে অপসারণ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, এর কারণে মানুষ নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন। জনগণ এখনও আমাদের সেবা পাওয়ার জন্য অপেক্ষা করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব মো. হানিফ আহমেদ।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১০

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১১

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১২

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৩

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৪

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

১৫

২৩ সেপ্টেম্বর ১৯৭১: বাংলাদেশের মুক্তিসংগ্রামে ভিয়েতনামের সমর্থন

১৬

মামুদপুর গণহত্যা (গোপালপুর, টাঙ্গাইল)

১৭

ত্রিমোহনী গণহত্যা ও বধ্যভূমি, নেত্রকোনা

১৮

২২ সেপ্টেম্বর ১৯৭১: ঢাকায় প্রাদেশিক মন্ত্রিসভার প্রথম বৈঠক

১৯

চিংড়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

২০