ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

১ জুলাই ১৯৭১: ইয়াহিয়া খানের প্রস্তাবিত রাজনৈতিক সমাধান প্রত্যাখ্যান

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০১:১২ পিএম
১ জুলাই ১৯৭১: ইয়াহিয়া খানের প্রস্তাবিত রাজনৈতিক সমাধান প্রত্যাখ্যান

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১ জুলাই ১৯৭১ উল্লেখযোগ্য একটি দিন। ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা এবং লেবার পার্টির সাংসদ আর্থার বটমলি এই দিন দিল্লিতে সাংবাদিকদের জানান যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রস্তাবিত রাজনৈতিক সমাধান পূর্ব বাংলার জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানকে সঙ্গে নিয়েই সংকটের সমাধান করতে হবে। অন্যথায়, সংকট মীমাংসা হবে না।

প্রতিনিধিদলের অন্য দুই সদস্য, লেবার পার্টির সাংসদ রেজিল্যান্ড প্রেন্টিস এবং কনজারভেটিভ পার্টির সাংসদ টবি জেসেলও বটমলির বক্তব্যে একমত পোষণ করেন। বটমলি পাকিস্তানের অভিযোগ খারিজ করে বলেন, পূর্ব বাংলার ধ্বংসযজ্ঞ ভারতীয় সেনাদের দ্বারা সম্ভব হয়নি। তিনি নিজ চোখে ধ্বংসযজ্ঞ দেখে এসেছেন।

প্রতিনিধিদল এই দিন কলকাতা থেকে দিল্লিতে এসে ভারতের কেন্দ্রীয় পুনর্বাসনমন্ত্রী আর কে খাদিলকরের সঙ্গে বৈঠক করেন। তারা সতর্ক করেন, দ্রুত সমাধান না হলে ভারত-পাকিস্তান সংঘর্ষ বাঁধতে পারে।

পাশাপাশি, পশ্চিম জার্মানির বিচারমন্ত্রী ড. ই হইনসেন এবং সাংসদ এস ভিউগেন সাইন ও ড. রলফ মাইন কলকাতায় এসে বারাসাত, বনগাঁ ও সল্টলেকের শরণার্থীশিবির পরিদর্শন করেন।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সাহায্য

লন্ডনের টাইমস পত্রিকায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রেসিডেন্ট ইয়াহিয়ার নতুন পরিকল্পনাকে পূর্ব বাংলার পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলবে বলে অভিমত দেন।

বাংলাদেশের শরণার্থীদের জন্য সোভিয়েত ইউনিয়নের একটি জাহাজ ৩,৫৭৬ টন চাল নিয়ে কলকাতা বন্দরে পৌঁছায়। সোভিয়েত ইউনিয়ন মোট ৫০,০০০ টন চাল সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

মুক্তিবাহিনীর তৎপরতা

মুক্তিযোদ্ধারা এদিন চট্টগ্রামের দেবীপুরে পাকিস্তানি বাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়। সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর কয়েকজন হতাহত হয় এবং মুক্তিযোদ্ধা দলের একজন শহীদ হন। কুমিল্লার দক্ষিণেও মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর ওপর অ্যামবুশ করে।

মুজিবনগর থেকে বিবৃতি

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি মুজিবনগর থেকে বিবৃতিতে জানায়, ইয়াহিয়া খান সাম্প্রতিক বেতার ভাষণে বাংলাদেশের জনগণের রায়কে উপেক্ষা করে সামরিক শাসন স্থায়ী করার ইচ্ছা প্রকাশ করেছেন।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ বলেন, ইয়াহিয়া গণতন্ত্রকে হত্যা করে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

বাংলাদেশ সরকারের কূটনীতিক প্রতিনিধি কে এম শেহাবউদ্দিন দিল্লিতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সরকারকে সামরিক জান্তার প্রতি সমর্থন পুনর্বিবেচনার আহ্বান জানান।

সূত্র:
১. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর এক ও দুই
২. আনন্দবাজার পত্রিকা ও যুগান্তর, ভারত, ২ ও ৩ জুলাই ১৯৭১

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস: গৌরবের দিনে প্রশ্নের ছায়া

১৫ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ের এক ঘটনাবহুল দিন

পরের নোবেলটি কার? ইউনুস না শফিক?

এই পতাকা কাদের? / কে চেয়েছে এই পতাকা???

এখন আমাদের ত্রাণকর্তা কে? / ইউনুস, ডোভাল না রজার???

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

১০

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

১১

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

১২

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

১৩

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

১৪

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১৫

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১৬

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১৭

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৮

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৯

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

২০