ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

২৯ জুন ১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১১:৫২ এএম
ছবি: আনন্দবাজার

১৯৭১ সালের ২৯ জুন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি সমর্থন ও পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা তীব্র হয়। সোভিয়েত ইউনিয়নের সমর্থন, ভারতের কূটনৈতিক অবস্থান, ব্রিটিশ প্রতিনিধিদলের শরণার্থী শিবির পরিদর্শন, পাকিস্তানের সামরিক শাসকদের বিরুদ্ধে বাঙালি নাবিকদের বিদ্রোহ এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বিতর্ক—এই দিনে নানা ঘটনা মুক্তিযুদ্ধের গতিপথকে প্রভাবিত করে।

সোভিয়েত ইউনিয়নের পূর্ণ সমর্থন

সোভিয়েত ইউনিয়নে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষ করে ডি পি ধর ২৯ জুন দিল্লিতে ফিরে আসেন। তিনি সাংবাদিকদের জানান, জাতিসংঘে বাংলাদেশ বা শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা উঠলে সোভিয়েত ইউনিয়ন পূর্ণ সমর্থন দেবে। এই ঘোষণা মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভারতের কূটনৈতিক অবস্থান

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এদিন দিল্লিতে নব কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে বলেন, "বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হয়নি। আমরা বলিষ্ঠ নীতি অনুসরণ করছি, তবে অনাবশ্যক ঝুঁকি নেব না।" তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বেতার ভাষণকে উদ্ধৃত করে বলেন, "পাকিস্তানের শাসকচক্র জনগণ থেকে বিচ্ছিন্ন। বাংলাদেশের প্রকৃত নেতা শেখ মুজিবুর রহমান।"

এদিনই জয়প্রকাশ নারায়ণ (ভারতের সর্বোদয় নেতা) একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, "বড় রাষ্ট্রগুলোর আশ্বাসের অপেক্ষা না করে ভারতকেই বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।"

ব্রিটিশ প্রতিনিধিদলের শরণার্থী শিবির পরিদর্শন ও বিক্ষোভ

ব্রিটেনের একটি সংসদীয় প্রতিনিধিদল (আর্থার বটমলি, টবি জেসেল, রেজিল্যান্ড প্রেন্টিস ও জেমস র‌্যামসডেন) ভারতের শরণার্থী শিবির পরিদর্শনকালে বিক্ষোভের মুখে পড়েন। প্রতিনিধিরা শরণার্থীদের আশ্বাস দেন যে তাদের দাবি পূরণে চেষ্টা করা হবে।

পাকিস্তান টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, "পূর্ব পাকিস্তানে ত্রাসের পরিবেশ বিদ্যমান। আমরা গ্রামের পর গ্রাম শূন্য দেখেছি, সড়ক ও রেলসেতু বিধ্বস্ত। হিন্দু নিধনের জ্বলন্ত প্রমাণও রয়েছে।"

মাওলানা ভাসানীর ঐতিহাসিক বিবৃতি

ন্যাপপ্রধান মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক শাসকদের প্রতি ধিক্কার জানিয়ে বলেন, "যুক্তরাষ্ট্রের অস্ত্র ও অর্থ সাহায্য পাকিস্তানের দখলদার বাহিনীকে শক্তিশালী করছে। কিন্তু বাংলাদেশের মানুষের একমাত্র পণ—হয় পূর্ণ স্বাধীনতা, নয়তো মৃত্যু। গোঁজামিলের কোনো স্থান নেই।"

বাঙালি নাবিকদের বিদ্রোহ

প্রেসিডেন্ট ইয়াহিয়ার নতুন প্রস্তাবের প্রতিবাদে যুক্তরাজ্য ও নিউইয়র্কের বন্দরে কর্মরত বাঙালি নাবিকরা পাকিস্তানি জাহাজ ছেড়ে চলে যান। এটি পাকিস্তানের জন্য একটি বড় ধরনের মনোবলঘাতী ঘটনা হিসেবে চিহ্নিত হয়।

যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বিতর্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্রিস টাফার ভ্যান হোলেন সিনেটের পররাষ্ট্রবিষয়ক উপকমিটিকে বলেন, "পাকিস্তানে অস্ত্র পাঠানোর ব্যাপারে নিয়ন্ত্রণ আছে, তবে ২৫ মার্চের আগেই কিছু চুক্তি পাকা হয়েছিল। এখন অস্ত্র চালান বন্ধ করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষতি হতে পারে।"

সিনেটর এডওয়ার্ড কেনেডি এই যুক্তি মানতে অস্বীকার করে বলেন, "জাহাজি লাইসেন্স বাতিল করেই অস্ত্র চালান বন্ধ করা যায়।" তিনি পাকিস্তানে অস্ত্র বিক্রির বিরুদ্ধে ২৮ জুন পররাষ্ট্র দপ্তরে অভিযোগও পেশ করেন।

এদিনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করে, "নিউইয়র্ক বন্দরে 'কাপ্তাই' নামে একটি মালবাহী জাহাজে অস্ত্র বোঝাই করা হচ্ছে। আগামী মাসে আরও চার-পাঁচটি জাহাজে অস্ত্র পাঠানো হতে পারে।"

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া

ব্রিটিশ সংবাদপত্রগুলো ইয়াহিয়া খানের ভাষণকে নস্যাৎ করে। দ্য গার্ডিয়ান-এর সম্পাদকীয়তে বলা হয়, "ইয়াহিয়ার প্রস্তাব এক ধাপ্পা মাত্র।" দ্য টাইমস লিখে, "এতে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে না।"

বাংলাদেশ মিশনের দৃঢ় অবস্থান

কলকাতার বাংলাদেশ মিশনের প্রধান এম হোসেন আলী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ থেকে পাকিস্তানের দখলদার বাহিনীকে হটিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। এজন্যই বাঙালি এতদূর আসতে পেরেছে।"

২৯ জুন ১৯৭১-এর ঘটনাবলি মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক ও কূটনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোভিয়েত ইউনিয়নের সমর্থন, ভারতের দৃঢ় অবস্থান, বাঙালি নাবিকদের বিদ্রোহ এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র বিতর্ক—সব মিলিয়ে এই দিনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত।

সূত্র

দৈনিক ইত্তেফাক, ৩০ জুন ১৯৭১

দৈনিক আজাদ, ৩০ জুন ও ১ জুলাই ১৯৭১

আনন্দবাজার পত্রিকা (ভারত), ৩০ জুন ১৯৭১

দৈনিক যুগান্তর (ভারত), ১ জুলাই ১৯৭১

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খণ্ড)

গার্ডিয়ান ও টাইমস-এর সম্পাদকীয়, ২৯ জুন ১৯৭১

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস: গৌরবের দিনে প্রশ্নের ছায়া

১৫ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ের এক ঘটনাবহুল দিন

পরের নোবেলটি কার? ইউনুস না শফিক?

এই পতাকা কাদের? / কে চেয়েছে এই পতাকা???

এখন আমাদের ত্রাণকর্তা কে? / ইউনুস, ডোভাল না রজার???

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

১০

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

১১

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

১২

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

১৩

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

১৪

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১৫

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১৬

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১৭

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৮

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৯

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

২০