

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সামরিক সাহায্য বন্ধের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক কমিটি ৬ মে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানকে সব ধরনের সামরিক সাহায্য বন্ধ করার প্রস্তাব অনুমোদন করে। যুক্তরাষ্ট্র প্রশাসনের বিরোধিতা সত্ত্বেও মৌখিক ভোটে প্রস্তাবটি পাস হয়। সিনেটর ওয়াল্টার মন্ডেল বলেন, পূর্ব পাকিস্তানের জনগণ ঘূর্ণিঝড় ও যুদ্ধের দ্বৈত বিপদের মুখোমুখি, এবং তাদের রক্ষায় জরুরি সাহায্য প্রয়োজন।
যুক্তরাজ্যে বাঙালিদের বিক্ষোভ
যুক্তরাজ্যের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় দুই হাজার বাঙালি পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে বিক্ষোভ করেন, মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে।
ভারতের ভূমিকা ও শরণার্থী সংকট
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশ থেকে আসা ২০ লাখ শরণার্থীর চাপ ভারতের অর্থনীতিকে প্রভাবিত করছে। তিনি শরণার্থীদের সহায়তায় ভারতীয় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। ভারতের পুনর্বাসনমন্ত্রী রঘুনাথ খাদিলকার জাতিসংঘকে বাংলাদেশি শরণার্থীদের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের প্রতিনিধিদল শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণে ভারত সফর করে। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি শরণার্থী শিক্ষকদের জন্য কাজের ব্যবস্থা করতে শুরু করে। এদিন নদীয়া ও মুর্শিদাবাদে শরণার্থীদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু হয়।
মুক্তিযুদ্ধের মাঠে অগ্রগতি
আখাউড়া: মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি সেনাদের তীব্র যুদ্ধ হয়। মুক্তিবাহিনী গঙ্গাসাগর ও উজানিসর এলাকা নিয়ন্ত্রণে রাখে।
পশ্চিমাঞ্চল: মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের চলাচল বাধা দিতে দুটি রেলসেতু ধ্বংস করেন। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে গেরিলা আক্রমণ চলতে থাকে।
অবরুদ্ধ বাংলাদেশে অবস্থা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় দুই দিনের জন্য সান্ধ্য আইন শিথিল করা হয়।
সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিল, আনন্দবাজার পত্রিকা (৭ মে ১৯৭১), ও অন্যান্য ঐতিহাসিক গ্রন্থ।
মন্তব্য করুন