ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

অপাংক্তেয়

শুভ্রা কর
০৩ মে ২০২৫, ০২:৩৪ পিএম
০৩ মে ২০২৫, ০৫:২০ পিএম
অপাংক্তেয়

এসো দিনলিপি লিখি, কীভাবে কেটেছে তোমার-আমার বিরহবেলা।

সমুদ্র কিংবা বারান্দা-বাগানের সাথে কথোপকথন—

সে তো নিত্যই ছিল সীমানা জুড়ে;

চলো তার চেয়ে বরং লিখি, আমাদের একলা পুড়ানো নিকোটিনের কথা।

সে তো কতবারই চলে গেছো তুমি আমায় ছেড়ে,

আমিও তো কম যাইনি দূর-দূরান্তে,

তবু ফিরে আসার আশ্চর্য টানে কীভাবে মিলেছে রেললাইন সমান্তরাল?

চলো লিখি সেই নীহারিকা জংশনের গল্প।

এমন তো নয় বড্ড নতুন তুমি, আনকোরা হাভানা সিগারের কৌটো—

যেন ধরছি খুব সন্তর্পণে, শুঁকে দেখছি তার গন্ধ;

তবু সমুদ্র-মন্থনে উঠে আসা অবারিত গরলের মতো লাগে তোমায়,

পুরনো হুইস্কির মতোই বারংবার পান করে নেশাদ্রোহী হই।

যে নারীর চোখে চোখ রেখে মাতাল হয় কোনো পাগল কবি,

সেও তো নির্লজ্জের মতো চুমু খেতে চায় কোনো বেরসিক যুবককে;

অথচ বারান্দায় ঝুলানো শেমিজ আর অন্তর্বাসের মতো

তাকে কেন আড়ালে নাড়তে চায় সবাই সববেলা?

একদিন আমিও লিখবো তোমার লোমশ বুক ও বাহুর কথা,

লিখে দেবো কীভাবে অমৃত ভাগাভাগি করে নিয়েছি আমরা গোপন পথে;

সরল অঙ্কের মতো গুণ-ভাগ করে ফলাফল যদি নাই মেলে,

তবু উত্তরের ঘরে লিখে দেবো—এ জীবন দশমিক ভালোবাসি।

প্রথম প্রকাশ: জাগরণীয়া, ২০ নভেম্বর ২০১৭

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১০

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১১

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১২

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৩

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৪

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

১৫

২৩ সেপ্টেম্বর ১৯৭১: বাংলাদেশের মুক্তিসংগ্রামে ভিয়েতনামের সমর্থন

১৬

মামুদপুর গণহত্যা (গোপালপুর, টাঙ্গাইল)

১৭

ত্রিমোহনী গণহত্যা ও বধ্যভূমি, নেত্রকোনা

১৮

২২ সেপ্টেম্বর ১৯৭১: ঢাকায় প্রাদেশিক মন্ত্রিসভার প্রথম বৈঠক

১৯

চিংড়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

২০