ঢাকা শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

২৮ আগস্ট ১৯৭১: মোগরার বিল গণহত্যা (মোহনপুর, রাজশাহী)

প্রিয়ভূমি প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৫, ০৮:১০ পিএম
২৮ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম
২৮ আগস্ট ১৯৭১: মোগরার বিল গণহত্যা (মোহনপুর, রাজশাহী)

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকারদের দ্বারা অসংখ্য গণহত্যা ও নির্যাতন সংঘটিত হয়েছে, যা জাতির ইতিহাসে চিরকালীন কলঙ্ক হিসেবে অঙ্কিত। এরকম একটি বর্বর ঘটনা ঘটে রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় অবস্থিত মোগরার বিলে। এই গণহত্যা সংঘটিত হয় ২৮ আগস্ট ১৯৭১ সালে, রোববার রাতে। রাজাকারদের সহায়তায় মুক্তিযুদ্ধের পক্ষের বেশ কয়েকজন নিরীহ মানুষকে ধরে এনে পাকিস্তানি হানাদার বাহিনী চরম নির্যাতনের পর অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে এবং লাশগুলো বিলের মধ্যে ফেলে দেয়। এই ঘটনা রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি পৈশাচিক অধ্যায় হিসেবে পরিচিত, যা পাকিস্তানি বাহিনীর নারকীয় মানসিকতার প্রতিফলন।

ঘটনার পটভূমি এবং স্থানের বর্ণনা

মোগরার বিল অবস্থিত কেশরহাট হাইস্কুলের পূর্বদিকে। মুক্তিযুদ্ধের সময় এই বিলের চারপাশ নানা গাছগাছালিতে ভরা ছিল, এবং আশপাশে তেমন জনবসতি ছিল না। এ কারণে এই অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকারদের অবাধ যাতায়াত ছিল, যা তাদের জন্য নিরাপদ স্থান হিসেবে কাজ করত। মোহনপুর উপজেলা রাজশাহী জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বিভিন্ন ক্যাম্প স্থাপন করে স্থানীয়দের উপর অত্যাচার চালাত। এই গণহত্যার ঘটনা ঘটে মোহনপুর থানা শান্তি কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে, যা পাকিস্তানি বাহিনীর স্থানীয় সহযোগীদের দ্বারা পরিচালিত হয়।

ক্রমানুসার ঘটনা বর্ণনা

ঘটনার দিন, সাঁকোয়া রাজাকার ক্যাম্পের কমান্ডার আব্দুল মহেতের নেতৃত্বে রাজাকাররা মুক্তিযুদ্ধের পক্ষের বেশ কয়েকজন মানুষকে ধরে এনে মোগরার বিলে নিয়ে আসে। পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। প্রথমে তাদের গাছের সঙ্গে বেঁধে চাবুক মারা হয়, যা তাদের শরীরে গভীর ক্ষত সৃষ্টি করে। এরপর পায়ের পাতায় পেরেক মেরে গাছের সঙ্গে আটকে রাখা হয়, যাতে তারা পালাতে না পারে এবং যন্ত্রণায় ছটফট করে। নির্যাতনের চরম পর্যায়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের বুক চিড়ে কলিজা বের করে ফেলা হয়, যা একটি অত্যন্ত পৈশাচিক কাজ। এভাবে চরম নির্যাতন শেষে তাদের হত্যা করা হয়। হত্যার পর লাশগুলো বস্তাবন্দি করে গভীর রাতে মোগরার বিলের মধ্যে ফেলে দেওয়া হয়, যাতে প্রমাণ লোপাট হয়ে যায়। এই সম্পূর্ণ ঘটনা রাজাকার এবং পাকিস্তানি বাহিনীর যৌথ অভিযানের ফল, যা মুক্তিযোদ্ধাদের সমর্থকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে সংঘটিত হয়।

শহিদদের তালিকা

মোগরার বিল গণহত্যায় শহিদদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন:

  • মো. শুকুর আলী (পিতা: শহরুল্লাহ প্রামাণিক, গ্রাম: থানাগ্রাম, খালগ্রাম, বাগমারা)
  • শহীদ ফকির প্রামাণিক (পিতা: শহরুল্লাহ প্রামাণিক, গ্রাম: থানাগ্রাম, খালগ্রাম, বাগমারা)
  • নগেন্দ্রনাথ (গ্রাম: সইপাড়া, মোহনপুর)
  • পিয়ার বক্স (গ্রাম: সালন্দি, বাগমারা)
  • সহিবুদ্দিন (গ্রাম: সারন্দো, বাকশিমাইল, মোহনপুর)
  • দানবক্স (পিতা: কলিম, গ্রাম: নারায়ণপাড়া, খালগ্রাম, বাগমারা)
  • এনায়েত (গ্রাম: আলুপাড়া)

এই নিহতরা মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন, এবং তাদের হত্যা করে পাকিস্তানি বাহিনী এলাকায় ভীতি সৃষ্টি করতে চেয়েছিল।

স্মৃতি এবং সংরক্ষণ

প্রাপ্ত তথ্য অনুসারে, মোগরার বিল গণহত্যার স্থানে কোনো সুনির্দিষ্ট স্মৃতিসৌধ বা নামফলক নির্মিত হয়নি বলে উল্লেখ নেই। তবে, এই ঘটনা মুক্তিযুদ্ধের ইতিহাসে স্থান পেয়েছে এবং স্থানীয়ভাবে স্মরণ করা হয়। রাজশাহী অঞ্চলের অন্যান্য গণহত্যার স্থানগুলোর মতো এটিও সংরক্ষণের দাবি রাখে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই নির্যাতনের ইতিহাস জানতে পারে।

সূত্র:

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড

আখতারুজ্জাহান

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ আগস্ট ১৯৭১: মোগরার বিল গণহত্যা (মোহনপুর, রাজশাহী)

২৮ আগস্ট ১৯৭১: পাকুড়িয়া গণহত্যা (মান্দা, নওগাঁ)

২৮ আগস্ট ১৯৭১: দিরাই ও শাল্লা এলাকা হানাদারমুক্ত হয়

২৭ আগস্ট ১৯৭১: দেয়াড়া গণহত্যা (খুলনা)

২৭ আগস্ট ১৯৭১: কচুয়া বধ্যভূমি (বাগেরহাট)

২৭ আগস্ট ১৯৭১: লাতিন আমেরিকায় পাকিস্তানি গণহত্যার বিরুদ্ধে প্রস্তাব

২৬ আগস্ট ১৯৭১: নারী নির্যাতনে ইয়াহিয়ার সৈন্যরা মধ্যযুগের বর্বরতাকে হার মানিয়েছে

২৫ আগস্ট ১৯৭১: সিলেটে পাকিস্তানি সেনাবাহিনীর অমানুষিক অত্যাচার

২৫ আগস্ট ১৯৭১: মানসা গণহত্যা ও বধ্যভূমি (বাগেরহাট)

২৭ আগস্ট ১৯৭১: লন্ডনে প্রবাসী সরকারের কূটনীতিক মিশন উদ্বোধন

১০

২৫ আগস্ট ১৯৭১: কানলা গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

১১

২৬ আগস্ট ১৯৭১: পূর্বপাড়া ওয়ারলেস কেন্দ্র গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

১২

২৬ আগস্ট ১৯৭১: পশ্চিমগ্রাম গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

১৩

২৬ আগস্ট ১৯৭১: দাসপাড়া গণহত্যা (ইটনা, কিশোরগঞ্জ)

১৪

২৬ আগস্ট ১৯৭১: কুণ্ডুবাড়ি হত্যাকাণ্ড

১৫

২৬ আগস্ট ১৯৭১: তীব্র আক্রমণের মুখে হানাদার বাহিনী কানসাট ছেড়ে পালায়

১৬

২৫ আগস্ট ১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক ঘটনাবহুল দিন

১৭

২৪ আগস্ট ১৯৭১: দেশজুড়ে পাকিস্তানি সেনা ও রাজাকারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ যুদ্ধ

১৮

২৩ আগস্ট ১৯৭১: পাকিস্তানি বাহিনীর জগন্নাথদিঘি ঘাঁটিতে আক্রমণ মুক্তিবাহিনীর

১৯

২১ আগস্ট ১৯৭১: পাকিস্তানের পক্ষ ত্যাগ ইরাকে নিযুক্ত বাঙালি রাষ্ট্রদূতের

২০