১৯৭১ সালের ২৬শে এপ্রিল পটুয়াখালী শহরে এক ভয়াবহ গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এই দিনে, হানাদার বাহিনী অতর্কিতভাবে শহরটিতে হামলা করে, যাতে শত শত নিরীহ নারী-পুরুষ নির্বিচারে নিহত হন।
সকাল সাড়ে ৯টায় দুটি হেলিকপ্টার থেকে সৈন্যরা নেমে আসে এবং মাদবর বাড়ি এলাকায় নির্বিচারে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে হত্যা করে। এরপর দুপুর ২টার দিকে, মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে ছয়জন আনসার সদস্য নিহত হন। হানাদার বাহিনী পুরো শহর জুড়ে গণহত্যা চালায় এবং পুরান বাজার এলাকা আগুনে পুড়িয়ে দেয়। সেই দিনের ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা আজও অজানা।
এই গণহত্যার ঘটনা আজও অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় মুক্তিযোদ্ধা আজাহা আলী আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৪৩ বছরেও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের এই অঞ্চলভিত্তিক ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হয়নি। মাদবর বাড়ির ফোরকান মাদবর জানান, তাদের বাড়ির ১৯ জন শহীদ হলেও গণকবরটি আজও সংস্কার করা হয়নি।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষেরা মনে করেন, এই গণহত্যার ইতিহাস এবং অন্যান্য অঞ্চলভিত্তিক ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত। তা না হলে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা আরও বাড়বে। শহীদদের স্মৃতি রক্ষা এবং গণকবরগুলো সংরক্ষণ করাও জরুরি।
মন্তব্য করুন