ঈদ মানেই আনন্দ, উৎসব আর নতুন পোশাকে নিজেদের সাজিয়ে তোলা। এই ঈদকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড "মিরা" নিয়ে এসেছে তাদের বিশেষ ঈদ সংগ্রহ। ঐতিহ্যবাহী নকশা এবং আধুনিক ফ্যাশনের এক অপূর্ব সমন্বয়ে তৈরি এই পোশাকগুলো ইতিমধ্যেই ফ্যাশন সচেতনদের মাঝে আগ্রহের সৃষ্টি করেছে।
মিরা এবারের ঈদ সংগ্রহে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ থেকে শুরু করে আধুনিক কাট ও ডিজাইনের পোশাক এনেছে। দেশীয় তাঁত ও কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি এই পোশাকগুলোতে ফুটে উঠেছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। আরামদায়ক কাপড় এবং উজ্জ্বল রঙের ব্যবহার এবারের সংগ্রহের বিশেষ আকর্ষণ।
মিরার কর্ণধার শুভ্রা কর জানান, "আমরা সবসময় দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে আমাদের কাজের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করি। এবারের ঈদ সংগ্রহেও সেই ধারা অব্যাহত রেখেছি। আমাদের লক্ষ্য হলো, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এমন পোশাক তৈরি করা যা একই সাথে আরামদায়ক ও ফ্যাশনেবল।"
শুধু পোশাকেই নয়, ঈদ উপলক্ষে মিরা তাদের গ্রোসারি এবং ক্যাফে সেবায়ও বিশেষ আয়োজন রেখেছে। ঈদকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে এসেছে মিরা গ্রোসারি। অন্যদিকে, মিরার রুফটপ ক্যাফেতে ঈদের দিনগুলোতে থাকছে বিশেষ মেনু এবং মনোরম পরিবেশে আপনজনদের সাথে সময় কাটানোর সুযোগ। সবুজে ঘেরা শান্ত পরিবেশে মিরার ক্যাফে ঈদ আনন্দকে আরও স্নিগ্ধ করে তুলবে।
উল্লেখ্য, মিরা শুধু ফ্যাশন বা খাদ্যদ্রব্যেই সীমাবদ্ধ নয়, তারা পরিবেশ-বান্ধব উৎপাদনেও বিশেষভাবে নজর দিয়েছে। তাদের অনেক পণ্যই পরিবেশ-বান্ধব উপকরণ দিয়ে তৈরি এবং স্থানীয় কারিগরদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে তারা বদ্ধপরিকর।
ঈদ কেনাকাটার পাশাপাশি মিরার গ্রীন রোডের ঠিকানায় অবস্থিত তাদের শোরুমের মনোরম পরিবেশও গ্রাহকদের আকৃষ্ট করছে। চতুর্থ তলায় অবস্থিত এই শোরুমে কেনাকাটার পাশাপাশি রুফটপের সবুজে ঘেরা পরিবেশে কিছুটা সময় কাটানোও সম্ভব।
আসন্ন ঈদুল ফিতরে যারা দেশীয় ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি পোশাকে নিজেদের রাঙাতে চান এবং একইসাথে ঈদের কেনাকাটা ও সুন্দর পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য মিরা হতে পারে এক অনন্য গন্তব্য।
যোগাযোগের ঠিকানা
১৬৭/এ (৪র্থ তলা), গ্রীন রোড, ঢাকা-১২০৫
ওয়েবসাইট: mira.com.bd
ফেসবুক: facebook.com/mirabrandbd
মন্তব্য করুন