ad

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন ও উত্তর

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পিএম
ভারত সীমান্তের কাছে বাংলাদেশিদের অবস্থান: ১৯৭১ সালের ৮ এপ্রিল-এসময় ভারত সীমান্তের ৩০ মাইলের মধ্যে কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাসহ অনেকেই অবস্থান করছিল
ভারত সীমান্তের কাছে বাংলাদেশিদের অবস্থান: ১৯৭১ সালের ৮ এপ্রিল-এসময় ভারত সীমান্তের ৩০ মাইলের মধ্যে কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাসহ অনেকেই অবস্থান করছিল

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল ১৯৭১ সালে সংঘটিত একটি রক্তক্ষয়ী সংগ্রাম। দীর্ঘ নয় মাস ধরে চলা এই যুদ্ধ শুরু হয় ২৫শে মার্চ রাতে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এই নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ("এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম") ছিল এই যুদ্ধের অনুপ্রেরণা। ১৯৭১ সালের ২৬শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধে এ দেশের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মুক্তিবাহিনী গঠিত হয়, যারা সাহসিকতার সাথে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। প্রতিবেশী দেশ ভারত এই সময় বাংলাদেশকে নানাভাবে সাহায্য করে, মিত্রবাহিনী গঠন করে যৌথভাবে যুদ্ধ করে।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ বাঙালি শহীদ হন এবং অসংখ্য নারী সম্ভ্রম হারান। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যা আত্মত্যাগ ও বীরত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।

১. প্রশ্ন: বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত? উত্তর: সাত

২. প্রশ্ন: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি/কাজ করতেন? উত্তর: নৌ-বাহিনী

৩. প্রশ্ন: সর্বমোট কতজনকে মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আবদানের জন্য “বীরশ্রেষ্ঠ” খেতাব দেয়া হয়? উত্তর: ৭ জন

৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল? উত্তর: সিলেট

৫. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? উত্তর: ভারত

৬. প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? উত্তর: যশোর ও সিলেট

৭. প্রশ্ন: বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় —– উত্তর: ১৪ ডিসেম্বর

৮. প্রশ্ন: আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? উত্তর: ইরাক

৯. প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? উত্তর: সিপাহী

১০. প্রশ্ন: একাত্তরের চিঠি কী? উত্তর: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

১১. প্রশ্ন: কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন ? উত্তর: ডব্লিউ এ এস ওডারল্যান্ড

১২. প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? উত্তর: ভূটান

১৩. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর: ১১ টি

১৪. প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির পিতার নাম কী? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৫. প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিলো? উত্তর: দুই নম্বর সেক্টর

১৬. প্রশ্ন: সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী? উত্তর: শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)

১৭. প্রশ্ন: ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিলো? উত্তর: প্রায় দশ লক্ষ

১৮. প্রশ্ন: মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে? উত্তর: এম. মনসুর আলি

১৯. প্রশ্ন: সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কী ছিলো? উত্তর: এমএফ (মুক্তিফৌজ)

২০. প্রশ্ন: রাজাকার বাহিনীর গঠন করেন কে? উত্তর: মওলানা এ কে এম ইউসুফ

২১. প্রশ্ন: ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? উত্তর: ৩রা নভেম্বর

২২. প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তর: সেগুনবাগিচা

২৩. প্রশ্ন: কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? উত্তর: জুলফিকার আলী ভুট্ট

২৪. প্রশ্ন: মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৫. প্রশ্ন: মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই

২৬. প্রশ্ন: মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর: প্রায় ৩০ লাখ

২৭. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর: চারটি

২৮. প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি? উত্তর: ‘জয় বাংলা’।

২৯. প্রশ্ন: যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর

৩০. প্রশ্ন: আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভু‌র্ক্ত ছিল? উত্তর: ১০নং সেক্টরে

৩১. প্রশ্ন: শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি? উত্তর: গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ

৩২. প্রশ্ন: শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন? উত্তর: ২৩ মার্চ ১৯৬৬

৩৩. প্রশ্ন: মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর: সৈয়দ নজরুল ইসলাম

৩৪. প্রশ্ন: ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন? উত্তর: মেজর খালেদ মোশারফ

৩৫. প্রশ্ন: মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো? উত্তর: মুক্তিফৌজ

৩৬. প্রশ্ন: কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ? উত্তর: ৩ মার্চ ১৯৭১

৩৭. প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? উত্তর: ৬৭৬ জন

৩৮. প্রশ্ন: মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে? উত্তর: ডা. সেতারা বেগম ও তারামন বিবি

৩৯. প্রশ্ন: কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর: ৭ই মার্চ ১৯৭৩

৪০. প্রশ্ন: বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল উত্তর: ১৭ এপ্রিল, ১৯৭১

৪১. প্রশ্ন: মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? উত্তর: মওলানা আবদুল হামিদ খান ভাসানী

৪২. প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর: তাজউদ্দিন আহমেদ

৪৩. প্রশ্ন: মুজিবনগর সরকার কোন কোন শহরে বা দেশে মিশন স্থাপন করেছিলো? উত্তর: কলকাতা, নয়াদিল্লী, হংকং, ফিলিপাইন, নিউইয়র্ক, ওয়াশিংটন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইরাক, জাপান এবং নেপালে।

৪৪. প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম? উত্তর: অপারেশন সার্চ লাইট

৪৫. প্রশ্ন: কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? উত্তর: ১৪ই ডিসেম্বর

৪৬. প্রশ্ন: সাইমন ড্রিং কে ছিলেন? উত্তর: ব্রিটিশ সাংবাদিক

৪৭. প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? উত্তর: ডাচ

৪৮. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? উত্তর: ৩ টি

৪৯. প্রশ্ন: আত্মসমর্পনের পরে পাকিস্তানীদের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তর: ঢাকা সেনানিবাসে।

৫০. প্রশ্ন: "বাংলার মুক্তি সনদ" হিসেবে কি পরিচিত? উত্তর: ৭ই মার্চের ভাষণ

৫১. প্রশ্ন: কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’? উত্তর: আইভরি কোস্ট

৫২. প্রশ্ন: কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন? উত্তর: মেজর জেনারেল জ্যাকব

৫৩. প্রশ্ন: ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তর: জুলফিকার আলী ভুট্টো

৫৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত? উত্তর: বিচারপতি আবু সায়িদ চৌধুরী

৫৫. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত? উত্তর: যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস

৫৬. প্রশ্ন: এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে? উত্তর: ৩রা মার্চ

৫৭. প্রশ্ন: অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? উত্তর: ৬০ টি

৫৮. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন? উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।

৫৯. প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন? উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।

৬০. প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

৬১. প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন? উত্তর: ১৮ এপ্রিল, ১৯৭১।

৬২. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর: ক্যাপ্টেন এ কে খন্দকার।

৬৩. প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উত্তর: এম হোসেন আলী।

৬৪. প্রশ্ন: সাইমন ড্রিং কে ছিলেন? উত্তর: ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।

৬৫. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উত্তর: ১৮ এপ্রিল কলকতায়।

৬৬. প্রশ্ন: কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না? উত্তর: ১০ নং সেক্টর।

৬৭. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উত্তর: বীর শ্রেষ্ঠ রুহুল আমীন

৬৮. প্রশ্ন: শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? উত্তর: ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।

৬৯. প্রশ্ন: জেনারেল এ কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে? উত্তর: জেনারেল জগজিৎ সিং অরোরার।

৭০. প্রশ্ন: আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? উত্তর: বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।

৭১. প্রশ্ন: জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ? উত্তর: ৯৩ হাজার।

৭২. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই? উত্তর: বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।

৭৩. প্রশ্ন: বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল? উত্তর: পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।

৭৪. প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? উত্তর: ভারতের আমবাসা এলাকায়।

৭৫. প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল? উত্তর: মাদার মারিও ভেরেনজি।

৭৬. প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উত্তর: আ স ম আব্দুর রব।

৭৭. প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উত্তর: ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

৭৮. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

৭৯. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়? উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।

৮০. প্রশ্ন: শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন? উত্তর: ১০ জানুয়ারী ১৯৭২।

৮১. প্রশ্ন: 'এ দেশের মাটি চাই, মানুষ নয়'- এ উক্তি কার? উত্তর: জেনারেল ইয়াহিয়া খান।

৮২. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? উত্তর: ৬ জন।

৮৩. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন? উত্তর: পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।

৮৪. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়? উত্তর: জুন, ১৯৬৮।

৮৫. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল? উত্তর: ৩৫ জন।

৮৬. প্রশ্ন: 'আগরতলা ষড়যন্ত্র' মামলার প্রধান আসামী ছিলেন? উত্তর: শেখ মুজিবর রহমান।

৮৭. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? উত্তর: ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।

৮৮. প্রশ্ন: কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে? উত্তর: ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।

৮৯. প্রশ্ন: আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়? উত্তর: ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য।

৯০. প্রশ্ন: পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন? উত্তর: ২০ জানুয়ারী, ১৯৬৯।

৯১. প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল? উত্তর: ১৬৭ টি আসন।

৯২. প্রশ্ন: পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? উত্তর: ৭ ডিসেম্বর, ১৯৭০ সাল।

৯৩. প্রশ্ন: আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? উত্তর: ২৫ মার্চ, ১৯৭১ রাতে।

৯৪. প্রশ্ন: শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন? উত্তর: ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।

৯৫. প্রশ্ন: কত মাস যুদ্ধের পরে বাঙালীর স্বাধীনতা অর্জিত হয়? উত্তর: দীর্ঘ ৯ মাস।

৯৬. প্রশ্ন: ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল? উত্তর: ছয় দফা : আমাদের বাঁচার দাবি।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যানো-বালাইনাশক: ফসল ও পরিবেশ সুরক্ষায় নব-বিপ্লব

পটুয়াখালী গণহত্যা দিবস আজ

কাশ্মিরে দুপক্ষের মধ্যে আবারও গোলাগুলি

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

পেহেলগামে হামলা : আসামে একদিনে গ্রেপ্তার ৯

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা: ইতিহাস ও ধর্মের ভিত্তিতে বিশ্লেষণ

ভারত-পাকিস্তান নিজেরাই চলমান সংকট সমাধান করবে: ট্রাম্প

ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

ভারতের বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তানের সব দল

রাবির ‘এ’ ইউনিটে প্রথম হয়েছেন বোরহান ও সাদিয়া

১০

ক্যালিফোর্নিয়ার অর্থনীতি এখন জাপানের চেয়েও বড়

১১

প্রতিবাদের মুখে চলচ্চিত্রে অনুদানের নতুন নিয়ম স্থগিত

১২

পুরুষের জন্য এল নতুন জন্মনিরোধক, একবার ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর

১৩

পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তি পাচ্ছে না ভারতে

১৪

১৯৮৫ সালের মামলায় ইয়ামি গৌতম

১৫

জীবনানন্দ দাশ বিষয়ক কিছু প্রশ্ন ও উত্তর

১৬

কাশ্মির হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা

১৭

বাংলা ব্যাকরণের ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১৮

কেমন ছিলেন রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের সম্পর্ক

১৯

২৬ এপ্রিল ১৯৭১: পাকিস্তানে অর্থনৈতিক অবরোধের আহ্বান

২০