বাংলা ব্যাকরণ বাংলা ভাষাকে সুষ্ঠুভাবে বুঝতে ও ব্যবহার করতে অপরিহার্য। এর দীর্ঘ ইতিহাসে বহু ভাষাবিদ অবদান রেখেছেন। নিচে বাংলা ব্যাকরণের ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো:
১. প্রশ্ন: ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তি কী? উত্তর: বি + আ + কৃ + অন
২. প্রশ্ন: বি + আ + কৃ + অন এর ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর: বিশেষভাবে বিশ্লেষণ।
৩. প্রশ্ন: বাংলা ব্যাকরণ বাংলা ভাষার কী? উত্তর: শৃঙ্খলাপঞ্জি।
৪. প্রশ্ন: ব্যাকরণ শব্দটির উৎস কী? উত্তর: ‘কৃষ্ণযজুর্বেদে’।
৫. প্রশ্ন: সর্বপ্রথম কোন পর্তুগিজ পাদ্রি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন? উত্তর: মানো এল দা আসপুম্পসাঁউ।
৬. প্রশ্ন: ‘মানো এল দা আসপুম্পসাঁউ’ রচিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থটির নাম কী? উত্তর: Vocabulario Em Idioma Bengala, Protuguez.
৭. প্রশ্ন: বাংলা ভাষার প্রথম সম্পূর্ণ ব্যাকরণের নাম কী? উত্তর: A Grammar of the Bengali Language.
৮. প্রশ্ন: ‘A Grammar of the Bengali Language’ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: Nathaniel Brassey Halhed.
৯. প্রশ্ন: সর্বপ্রথম কোন বাঙালি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? উত্তর: রাজা রামমোহন রায়।
১০. প্রশ্ন: রাজা রামমোহন রায় কত সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? উত্তর: ১৮২৬ সালে (প্রকাশিত ১৮৩৩ সালে)।
১১. প্রশ্ন: বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কী (কোন বাঙালি রচিত)? উত্তর: শ্রীনাথ সেনের ‘ভাষাতত্ত্ব’ গ্রন্থ।
১২. প্রশ্ন: ব্যাকরণ শব্দের শাব্দিক অর্থ কী? উত্তর: শব্দশাস্ত্র।
১৩. প্রশ্ন: সংস্কৃত ভাষায় সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তর: পাণিনি।
১৪. প্রশ্ন: ছাপানোর বাংলা অক্ষর না থাকায় ১৭৩৪ সালে লিসবনে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কোন অক্ষরে মুদ্রিত হয়? উত্তর: রোমান অক্ষরে।
১৫. প্রশ্ন: ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? উত্তর: ৪ টি।
১৬. প্রশ্ন: ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কী কী? উত্তর: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব।
১৭. প্রশ্ন: ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী? উত্তর: ধ্বনি, বর্ণ প্রকরণ, উচ্চারণ প্রণালী, বর্ণ বিন্যাস, সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, ধ্বনি পরিবর্তন ইত্যাদি।
১৮. প্রশ্ন: রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী? উত্তর: শব্দ, শব্দ প্রকরণ, শব্দ গঠন, লিঙ্গ, শব্দরূপ, কারক, সমাস, ধাতুরূপ, প্রত্যয়, উপসর্গ, ক্রিয়ার কাল ইত্যাদি।
১৯. প্রশ্ন: বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী? উত্তর: বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন বাক্যের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহার, যোগ্যতা, বাক্যের মধ্যে শব্দ বা পদের সঠিক স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি।
২০. প্রশ্ন: অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী? উত্তর: শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ (মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থক, সমার্থক) ইত্যাদি।
মন্তব্য করুন