লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের যোদ্ধারা যুক্তরাষ্ট্রের রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানকে টার্গেট করেছেন।
এছাড়া হুতিরা তেল আবিবে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোরও দাবি করেছে।
হুতিদের হুঁশিয়ারি হুতিদের মুখপাত্র স্পষ্ট ভাষায় বলেছেন, “যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে আমরা প্রতিরোধ চালিয়ে যাব। উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত আমাদের প্রতিরোধ চলবে। ইয়েমেনের কৌশলগত জলসীমায় ইসরায়েলি নৌযান চলাচলও বাধাগ্রস্ত করা হবে।”
যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা হুতিদের এসব হামলার পরিপ্রেক্ষিতে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
হুতি-সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানা ও আশপাশের এলাকায় নতুন করে হামলা চালিয়েছে। সাদা প্রদেশের আল সালেমেও হামলার খবর পাওয়া গেছে।
গত কয়েক ঘণ্টায় সাদা প্রদেশে অন্তত ১৭ বার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, বলে জানিয়েছে আল মাসিরাহ টেলিভিশন।
হুতিদের হামলা ও আন্তর্জাতিক উত্তেজনা হুতিদের পক্ষ থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর দাবি এবং যুক্তরাষ্ট্রের পাল্টা অভিযানের ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
মন্তব্য করুন