আজ ১৮ এপ্রিল, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের ৫৪তম শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে প্রাণ হারান এই বীর মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী এই বীর সেনানীর সাহসিকতা ও আত্মত্যাগ আজও জাতিকে অনুপ্রাণিত করে।
ভোলা জেলার দৌলতখানের সন্তান মোস্তফা কামাল ছিলেন ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকশন কমান্ডার। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করে জাতি আজ কৃতজ্ঞচিত্তে মাথা নিচু করে শ্রদ্ধা জানাচ্ছে এ মহান শহীদকে।
মন্তব্য করুন