বাংলাদেশে ফের বার্ড ফ্লু (অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা) শনাক্ত হয়েছে। যশোরের একটি সরকারি মুরগির খামারে বার্ড ফ্লু শনাক্তের পর প্রায় ১,৯০০ মুরগি মারা গেছে। সংক্রমণ ঠেকাতে আরও মুরগি নিধন করা হয়েছে। ২০১৮ সালের পর এবারই দেশে বার্ড ফ্লু শনাক্ত হলো।
বার্ড ফ্লু শনাক্তের পর পোলট্রি খামারিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সীমান্ত এলাকাগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মৃত বা সন্দেহজনক হাঁস-মুরগি বা পাখি পাওয়া গেলে দ্রুত ল্যাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের সতর্কবার্তা প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, "১২ মার্চ যশোরের একটি সরকারি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং নমুনা বিদেশেও পাঠানো হবে। তবে সংক্রমণ মৃদু মাত্রার বলে মনে হচ্ছে।"
তিনি আরও বলেন, "সকল সরকারি ও বেসরকারি পোলট্রি খামারিদের সতর্কতা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভ্যাকসিন ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থাও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।"
বার্ড ফ্লু বিস্তারে নিয়ন্ত্রণে পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, "মার্চের শুরুতেই বার্ড ফ্লু শনাক্তের তথ্য পাওয়া গেছে এবং তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খামার পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়েছে, যাতে সংক্রমণ বিস্তার রোধ করা যায়।"
পোলট্রি খাতের সংকট ও উদ্যোক্তাদের উদ্বেগ বাংলাদেশে মাংসের মোট চাহিদার অর্ধেকের বেশি আসে পোলট্রি খাত থেকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ডলার সংকট, খাদ্যের দাম বৃদ্ধি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে খরচ বেড়ে গেছে।
পোলট্রি উদ্যোক্তারা জানান, দেশে প্রায় ৯৫,৫২৩টি খামার ছিল, যার মধ্যে ৬২,৬৫৬টি বন্ধ হয়ে গেছে। নতুন করে বার্ড ফ্লু ছড়িয়ে পড়লে দেশের পোলট্রি খাত আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে।
আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বার্ড ফ্লু নিয়ে গুজব বা অযথা আতঙ্ক না ছড়াতে। মাংস ও ডিম ভালোভাবে রান্না করে খেলে বার্ড ফ্লু সংক্রমণের ঝুঁকি থাকে না।
সরকার ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং খামারিদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সতর্কতা বাড়ালেই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন