কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লুদীয়ারা গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুর (৭৮) বাড়িতে ফের হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (৪ এপ্রিল) গভীর রাতে তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। তবে পুলিশ দ্রুত উপস্থিত হওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি।
পরিবারের দাবি, রাত আনুমানিক ১টার দিকে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল বাড়িতে হামলা চালায়। রামদা ও লাঠিসোঁটা নিয়ে দুর্বৃত্তরা দরজা, জানালা ও গেটে ভাঙচুর চালায় এবং ঘরে ঢুকে আব্দুল হাই ভূঁইয়াকে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
বীর মুক্তিযোদ্ধার ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব বলেন, “আমার বাবা প্রশাসনের আশ্বাসে রমজান শেষে বাড়িতে ফিরে এসেছিলেন। ঈদের পর আমরা সবাই বাড়িতে ছিলাম। কিন্তু কিছুদিন ধরেই হুমকি পাচ্ছিলাম। এরপর এই হামলা আমাদের আতঙ্কে ফেলেছে।”
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়েই আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। দুর্বৃত্তরা তখন মোটরসাইকেলে পালিয়ে যায়। তারা কিছু ভাঙচুর করলেও ঘরে প্রবেশ করতে পারেনি। মুক্তিযোদ্ধার পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।”
উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর এই মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। সেই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরে আব্দুল হাই ভূঁইয়া কানু থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন