দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে টারবাইন স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরুর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হলো।
গতকাল মঙ্গলবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টারবাইন সেটটিকে নির্ভুলভাবে বারিং গিয়ারের ওপর বসানো হয়েছে।
পরীক্ষামূলক কার্যক্রমে বিশেষজ্ঞরা টারবাইন শ্যাফট ধীরগতিতে ঘোরান, যা ইউনিটের সঠিক ভারসাম্য ও কার্যকারিতা যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রকল্পের জন্য রাশিয়ার এটমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরী বলেন, "টারবাইন স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হওয়া স্টার্টআপের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কন্ট্রোল পরীক্ষার মাধ্যমে যন্ত্রপাতির সংযোজনের উচ্চমান এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হয়েছে।"
পাবনার রূপপুরে রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রিয়্যাক্টর স্থাপন করা হবে।
টারবাইন স্থাপনের সফল সমাপ্তির ফলে এই বিদ্যুৎকেন্দ্র নির্ধারিত সময়েই বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন