ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রিয়ভূমি প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম
০৩ মে ২০২৫, ০২:০৯ পিএম
এম এম নিটওয়্যার লিমিটেড

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনের মুখে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে কারখানা দুটির প্রধান ফটকে বন্ধ সংক্রান্ত নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে। এদিকে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বন্ধ কারখানা দুটি হলো, এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড।

এম এম নিটওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, অনির্দিষ্টকালের জন্য কারখানার গার্মেন্টস ডিভিশনের সব সেকশন (শাখা) বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি গুজব ছড়িয়েছে মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত এক শ্রমিককে মারধর করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।

মামুন নিটওয়্যার লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) আরিফুর রহমান সই করা বন্ধের নোটিশে বলা হয়েছে, এম এম ও মামুন নিটওয়্যার লিমিটেড এ কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২৯ এপ্রিল সকাল ৮টার সময় কারখানা চালু হলে গার্মেন্টস ডিভিশন, ক্রীন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকগণ কারখানায় প্রবেশ করে তাদের কাজের প্রতি ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা প্রকাশ করে। অবৈধভাবে কাজ বন্ধ করে উচ্ছৃঙ্খলতা করে। কারখানা কর্তৃপক্ষ ওইসব ডিভিশনের শ্রমিকদেরকে তাদের কাজ শুরু করার জন্য বারবার অনুরোধ করে। তার পরেও যৌক্তিক কারণ ছাড়া কারখানাতে উপস্থিত হয়েও কাজ করা থেকে বিরত থাকে।

নোটিশে কারখানা কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, গার্মেন্টস ডিভিশনের শ্রমিকগণ কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন করে ও একপর্যায়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে কারখানা থেকে তারা বেরিয়ে যায়। এর ফলে কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমিকদের এরূপ আচরণ বেআইনি ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী- ২০১৩ ও ২০১৮) এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য অত্র কারখানার গার্মেন্টস ডিভিশনের সকল সেকশন (শাখা) বন্ধ ঘোষণা করলো। পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার উক্ত ডিভিশনের সেকশনগুলো খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।

এম এম নিটওয়্যার লিমিটেডের সুয়িং অপারেটর নিলুফা আক্তার বলেন, কারখানায় কিছু শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাদের পাওনাও পরিশোধ করেছে। কিন্তু মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত কয়েকজন শ্রমিককে মারধর করায় শ্রমিকরা সংঘবদ্ধভাবে কাজ বন্ধ করে বসে থাকেন। পরে মঙ্গলবার রাত ১০টার সময় শুনি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, কারখানা বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিকরা শান্ত রয়েছে। কিছু কিছু শ্রমিক সকালে কারখানা গেটে জড়ো হয়েছিল। এখনও পরিবেশ শান্ত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

১ অক্টোবর ১৯৭১: রায়পুরের রাজাকার প্রশিক্ষণ কেন্দ্রে গেরিলাদের আক্রমণ

হাসনাবাদ গণহত্যা (নবাবগঞ্জ, ঢাকা)

কাটেঙ্গা গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

৩০ সেপ্টেম্বর ১৯৭১: ‘পূর্ব বাংলার সমস্যার সমাধান শেখ মুজিবের সঙ্গেই করতে হবে’

২৯ সেপ্টেম্বর ১৯৭১: “বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাত হয়ে গেছে”

২৭ সেপ্টেম্বর ১৯৭১: জাতিসংঘে বাংলাদেশ নিয়ে নাটকীয়তা

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

১০

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

১১

জুলাই অভ্যুত্থানের প্রতারণা: জনগণের অট্টহাসি ও অবিশ্বাসের প্রতিফলন

১২

২৪ সেপ্টেম্বর ১৯৭১: চালনা বন্দরে মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস

১৩

বীর উত্তম আবদুস সালেক চৌধুরী: আকাশছোঁয়া হয়ে উঠেছিল যাঁর সাহস

১৪

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

১৫

২৩ সেপ্টেম্বর ১৯৭১: বাংলাদেশের মুক্তিসংগ্রামে ভিয়েতনামের সমর্থন

১৬

মামুদপুর গণহত্যা (গোপালপুর, টাঙ্গাইল)

১৭

ত্রিমোহনী গণহত্যা ও বধ্যভূমি, নেত্রকোনা

১৮

২২ সেপ্টেম্বর ১৯৭১: ঢাকায় প্রাদেশিক মন্ত্রিসভার প্রথম বৈঠক

১৯

চিংড়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

২০