ad

ভারতে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ স্থগিত

প্রিয়ভূমি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম
ওয়াকফ আইনের প্রতিবাদে চলমান বিক্ষোভ
ওয়াকফ আইনের প্রতিবাদে চলমান বিক্ষোভ

ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। প্রাণঘাতী এই হামলা দেশটিতে আলোড়ন সৃষ্টি করেছে। এমন অবস্থায় ওয়াকফ আইনের প্রতিবাদে চলমান বিক্ষোভ তিনদিনের জন্য স্থগিত করেছে ভারতের মুসলিম ল বোর্ড।

একইসঙ্গে পেহেলগামে ওই হামলার নিন্দাও জানিয়েছে তারা। মূলত মোদি সরকারের ওয়াকফ আইন সংশোধনীর বিরুদ্ধে সম্প্রতি ভারতজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ প্রকট আকার ধারণ করেছিল।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। হামলায় নিহতদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে তারা ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গত মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে এই হামলা হয়। হামলার শিকারদের বেশিরভাগই ছিলেন ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটক। হামলায় আরও অনেকেই আহত হন।

এআইএমপিএলবি এক বিবৃতিতে জানায়, বোর্ড এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতীকী সমর্থন হিসেবে আন্দোলন ২৩ এপ্রিল থেকে তিন দিনের জন্য বন্ধ রাখছে।

বোর্ডের অধীনে গঠিত ওয়াকফ সুরক্ষা কমিটির মজলিসে আমলের জাতীয় সমন্বয়ক এসকিউআর ইলিয়াস বলেন, পেহেলগামের হামলা খুবই মর্মান্তিক ও নিন্দনীয়। নিহতদের প্রতি শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আন্দোলনের সমস্ত কর্মসূচি তিন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ সংক্রান্ত নির্দেশনা রাজ্য ও জেলা পর্যায়ের আন্দোলন কমিটিগুলোর কাছে পাঠানো হয়েছে, যাতে সব ধরনের কর্মসূচি তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়। তবে ইলিয়াস স্পষ্ট করে দিয়েছেন, এই স্থগিতাদেশ শুধুই সাময়িক এবং তিনদিন পর আন্দোলন আবার শুরু হবে।

প্রসঙ্গত, এআইএমপিএলবি সম্প্রতি ওয়াকফ আইন সংশোধন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। বোর্ডের মতে, নতুন সংশোধনীগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও দাতব্য সম্পত্তির ওপর হস্তক্ষেপের সুযোগ তৈরি করছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাস হওয়া ওয়াকফ আইনের সংশোধনী নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে। এই সংশোধনীর ফলে অ-মুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে মোদি সরকার দেশটির সুপ্রিম কোর্টকে আশ্বাস দিয়েছে, আগামী মে মাসে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডে অ-মুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে না। মুসলিম সম্প্রদায় ও বিরোধী দলগুলোর দাবি, এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে এবং সংবিধানের মৌলিক নীতির পরিপন্থি।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যানো-বালাইনাশক: ফসল ও পরিবেশ সুরক্ষায় নব-বিপ্লব

পটুয়াখালী গণহত্যা দিবস আজ

কাশ্মিরে দুপক্ষের মধ্যে আবারও গোলাগুলি

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

পেহেলগামে হামলা : আসামে একদিনে গ্রেপ্তার ৯

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা: ইতিহাস ও ধর্মের ভিত্তিতে বিশ্লেষণ

ভারত-পাকিস্তান নিজেরাই চলমান সংকট সমাধান করবে: ট্রাম্প

ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

ভারতের বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তানের সব দল

রাবির ‘এ’ ইউনিটে প্রথম হয়েছেন বোরহান ও সাদিয়া

১০

ক্যালিফোর্নিয়ার অর্থনীতি এখন জাপানের চেয়েও বড়

১১

প্রতিবাদের মুখে চলচ্চিত্রে অনুদানের নতুন নিয়ম স্থগিত

১২

পুরুষের জন্য এল নতুন জন্মনিরোধক, একবার ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর

১৩

পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তি পাচ্ছে না ভারতে

১৪

১৯৮৫ সালের মামলায় ইয়ামি গৌতম

১৫

জীবনানন্দ দাশ বিষয়ক কিছু প্রশ্ন ও উত্তর

১৬

কাশ্মির হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা

১৭

বাংলা ব্যাকরণের ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১৮

কেমন ছিলেন রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের সম্পর্ক

১৯

২৬ এপ্রিল ১৯৭১: পাকিস্তানে অর্থনৈতিক অবরোধের আহ্বান

২০