ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: উনিশ শতকের প্রবাদপুরুষ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক মহান বাঙালি সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক। তিনি শুধু বাংলা গদ্যের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেননি, বরং নারী শিক্ষা ও বিধবা বিবাহ প্রচলনের মতো প্রগতিশীল আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন। বিদ্যাসাগরের অগাধ পাণ্ডিত্য, প্রখর যুক্তিবোধ এবং অদম্য সাহস তাঁকে তৎকালীন সমাজে এক ব্যতিক্রমী ব্যক্তিত্বে পরিণত করেছিল। সংস্কৃত কলেজের অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষা ব্যবস্থায় সংস্কার এনেছিলেন এবং সাধারণ মানুষের কাছে জ্ঞানার্জনের পথ উন্মুক্ত করেছিলেন। তাঁর রচিত 'বর্ণপরিচয়' আজও বাংলা বর্ণশিক্ষার প্রারম্ভিক গ্রন্থ হিসেবে সমাদৃত। বিদ্যাসাগরের জীবন ও কর্ম বাঙালি সমাজে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
১. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে? উত্তর: সংস্কৃত কলেজ
২. প্রশ্ন: 'প্রভাবতী সম্ভাষণ' কার রচনা? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ? উত্তর: কমেডি অব এররস
৪. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ ছিলেন? উত্তর: উনিশ শতকের
৫. প্রশ্ন: 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'-এর পারিবারিক পদবি কোনটি? উত্তর: বন্দ্যোপাধ্যায়
৬. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৮২০ সালে
৭. প্রশ্ন: দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? উত্তর: নীলদর্পণ
৮. প্রশ্ন: শকুন্তলা কে অনুবাদ করেন? উত্তর: বিদ্যাসাগর
৯. প্রশ্ন: বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১০. প্রশ্ন: ‘বিধবা বিবাহ আইন’ কত সালে পাশ হয়? উত্তর: ১৮৫৬ সালে
১১. প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি? উত্তর: বেতাল পঞ্চবিংশতি
১২. প্রশ্ন: বাংলা গদ্যের জনক কে? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৩. প্রশ্ন: কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? উত্তর: আত্মচরিত
১৪. প্রশ্ন: বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? উত্তর: ১৮৪৭ সাল থেকে
১৫. প্রশ্ন: হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে ছিলেন? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৬. প্রশ্ন: বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি? উত্তর: প্রভাবতী সম্ভাষণ
১৭. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কী ছিল? উত্তর: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন ধরনের রচনা? উত্তর: অনুবাদগ্রন্থ
১৯. প্রশ্ন: শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্যরূপ কে দিয়েছেন? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২০. প্রশ্ন: ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? উত্তর: বর্ণপরিচয়
২১. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের ‘অযোদ্ধা কাণ্ড’ – এর বঙ্গানুবাদ কোনটি? উত্তর: ঋজুপাঠ (দ্বিতীয় ভাগ)
২২. প্রশ্ন: কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? উত্তর: বেতাল পঞ্চবিংশতি
২৩. প্রশ্ন: বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন বা যতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? উত্তর: বিদ্যাসাগরের
২৪. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? উত্তর: প্রভাবতী সম্ভাষণ
২৫. প্রশ্ন: কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? উত্তর: বেতাল পঞ্চবিংশতি
২৬. প্রশ্ন: ‘বাংলা গদ্যের জনক’ কাকে বলা হয়? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
২৭. প্রশ্ন: বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? উত্তর: বিদ্যাসাগরচরিত
মন্তব্য করুন